রাজবাড়ীতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

- আপডেট সময় : ১৪ বার পড়া হয়েছে

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
‘মানসম্মত হেলমেটও নিরাপদ গতি কমবেসম্পদ ও জীবনের ক্ষতি’ এই স্লোগানে রাজবাড়ীতে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। আজ বুধবার রাজবাড়ী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠি হয়।
জেলা প্রশাসনের আয়োজনে ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উছেন মে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। এসময় রাস্তায় যানবাহন চালকদের নিরাপদে তাদের যানবাহন চালানোর অনুরোধ জানান।মৃত্যুর ঝুকি ও জীবনের ঝুকি রোধে সকল চালকদের সহনশীল ভাবে সড়কে যানবাহন চালানোর জন্য বলেন বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শহীদুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.. রহমত উল্লাহ, সড়ক ও জনপদ অধিূপ্তরের নিয়ে র্বাহী প্রকৌশলী কুমার দেবাশীষ বিশ্বাস,বলে আরটিএ ।এসময় রাজবাড়ী বিআরটিএ কর্মকর্তা সহ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও পরিবহন মালিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় তিনজন মোটর সাইকেল চালকদের হেলমেট দেওয়া হয়।