সংবাদ শিরোনাম ::
রামপুরায় শিক্ষার্থীদের অবস্থান যান চলাচল বন্ধ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০২:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী ঢাকার আফতাবনগরে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির সামনে সকাল থেকে বিক্ষোভ করছিলো আন্দোলনকারীরা। সেখান থেকে দুপুরে রামপুরা ব্রিজে এসে ব্র্যাক ইউনিভার্সিটির সামনের রাস্তা দখলে নেয় তারা।
শনিবার (৩ আগস্ট) শিক্ষার্থীরা ইস্টওয়েস্ট ছেড়ে মূল সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় বিপুল সংখ্যক পুলিশ সেখানে অবস্থান করতে দেখা যায়।
সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল গণমিছিল করেছে। ঢাকার উত্তরা, খুলনা, হবিগঞ্জ ও সিলেটে গণমিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। লক্ষ্মীপুর, নরসিংদীসহ বিভিন্ন স্থানের গণমিছিলে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ এসেছে।
গণমিছিলে হামলার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।