রোববার ২ দিনের সফরে ঢাকা আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০২:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ৪১০ বার পড়া হয়েছে
রোববার (৭ এপ্রিল) দুই দিনের সফরে ঢাকায় পৌছাবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ব্রাজিলের মাওরো ভিয়েরা। এইসফরে দুই দেশের মধ্যে জ¦ালানিসহ বিভিন্ন ভিসয়ে আলোচনা হবার সম্ভবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্রের ধারণা।
বায়ো-ফুয়েল বা ইথানল সরবরাহের জন্য ব্রাজিলের সহযোগিতা চাইবে বাংলাদেশ। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরার ঢাকা সফরের সময়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হবার কথা জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানাছেন, ইথানল একটি কার্যকর জ্বালানি এবং এমন শক্তি উৎপাদন করতে সক্ষম যা গাড়ি, জেনারেটর বা অন্য মেশিনে ব্যবহার করা যায়।
ব্রাজিলে প্রচুর ভুট্টা ও আখ চাষ হয়ে থাকে। এ থেকে ইথানল তৈরি হয়। যা কিনা ব্রাজিলের সব গাড়িতে এবং অন্যান্য মেশিনে ব্যবহার করা হয়। ইথানল সাশ্রয়ী। এটির বড় সুবিধা খরচ প্রচলিত জ্বালানির অর্ধেক বা তারও কম এবং পরিবেশ বান্ধব।
এরই মধ্যে পাশ^বর্তী দেশ ভারতকে ইথানল সহযোগিতা শুরু করেছে ব্রাজিল। এ বিষয়ে আমরাও ব্রাজিলের সঙ্গে আলোচনা করতে চাই এমন কথা ওঠে এলো পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক সূত্র থেকে।
ব্রাজিলের সঙ্গে বাণিজ্য বাড়াতেও উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশ প্রায় ২৫০ কোটি ডলারের সয়া, সয়াবিন তেল, তুলা ও চিনি আমদানি করে থাকে। বিপরীতে মাত্র ২০ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করে।
ব্রাজিলে বাংলাদেশি শুল্কমুক্ত পণ্য সরবরাহের সুবিধা পেতে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে বড় আকারে আলোচনা হবার সম্ভবনা রয়েছে। বাংলাদেশ ব্রাজিল থেকে আমদানি করা তুলা দিয়ে যে কাপড় উৎপাদন হবে, সেই কাপড় ব্রাজিলে শুল্কমুক্ত সুবিধা পাবে এবং অথবা তুলা আমদানির সমপরিমাণ পণ্যের ওপর শুল্কমুক্ত সুবিধা।
বাংলাদেশে গরুর মাংস ৪-৫ ডলারের মধ্যে হালাল গরুর মাংস সরবরাহ করার প্রস্তাব দিয়েছে ব্রাজিল। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী মধ্যে কয়েকজন গরু মাংস রফতানিকারকও থাকছেন। বিষয়ে গুরুত্বের সঙ্গেই আলোচনা হবে।