শরীয়তপুর ইউরো বাংলা স্কুলের শিক্ষক কে লাঞ্ছিত

- আপডেট সময় : ০১:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা চরপাইয়াতলী গ্রামে অবস্থিত ইউরো বাংলা ফাউন্ডেশন মডেল স্কুলের শিক্ষার্থীদের সঠিকভাবে লেখাপড়া করার চাপ দেওয়ায় এবং শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ না করার কথা বলায়।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন নামে এক শিক্ষকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে, গত ৯ মার্চ রবিবার সকালে, জসিম উদ্দিন নামে ঐ শিক্ষককে পিটিয়ে বের করে দেওয়ার হুমকি দিয়েছে এবং ছাত্র-ছাত্রীদের দিয়ে জোর করে পদত্যাগ পত্র সাইন রেখে তাকে জোর করে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে।
এলাকার সূত্রে জানা যায় যে এর সাথে কিছু ছাত্র ছাত্রী কয়েকজন সহকারী শিক্ষক ও অভিভাবক জড়িত তাদের অনেক স্বার্থ এখান থেকে উদ্ধার হয়নি বিধায় ইউরো বাংলা ফাউন্ডেশন ও মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসীম উদ্দীনের বিরুদ্ধে এই চক্রান্ত করেন।
এলাকার কিছু অসাধু লোকের কোন পত্রিকার না পেয়ে স্কুল বন্ধ করে দিবেন বলে জানিয়েছেন স্কুল প্রতিষ্ঠাতা মিয়া নুরুল ইসলাম গোবরে ফুটিয়েছে পদ্মফুল, সেখানেই চরপায়াতলীর মানুষ করেছে সবচেয়ে বড় ভুল। যে জাতি অন্ধকারে আলোর মুখ দেখতো না । সে জাতিকে শিক্ষার আলো দেখানোর জন্য। চরের বুকে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা গড়ে তোলেন যাতে করে চরের মানুষগুলো একটু মানুষ হয়, যেখানের মানুষগুলো একে অন্যের ভালো দেখতে পারে না, হিংসা বিদ্বেষে জলে পুড়ে মরে, যেখানে ছিল এক সময় উলুবন সেখানটিতে শিক্ষাপ্রতিষ্ঠান করে মিয়া নুরুল ইসলাম করে ইউরো বাংলা স্কুল সেই স্কুলের এক একটি জানালার কাচে এবং কম্পিউটার চেয়ার টেবিলে আঘাত করেনি করেছে যেন মিয়া নুরুল ইসলামের কলিজাতে,
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন এ বিষয়ে আমি অবগত আছি এ বিষয়ে যারা অপরাধের সাথে জড়িত আছে সুনির্দিষ্ট ভাবে প্রমাণ করে তাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে।