শেরপুরে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের তিন মাসের কারাদণ্ড
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুরে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর করার অভিযোগে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মিনাজ সরকার, পিতা লাল সরকার। তিনি উপজেলার গোসাইকাচারী গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুরে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আলম এ রায় ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মিনাজ সরকার দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। নেশার টাকার জন্য প্রায়ই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করতেন। শুক্রবার রাতে নেশার টাকার জন্য আবারও বাবাকে মারধর করেন। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বিষয়টি প্রশাসনকে অবহিত করলে শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।
এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে নেশার বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।




















