সফরে দিল্লী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপডেট সময় : ০৯:৪৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ২৪৪ বার পড়া হয়েছে
চলতি মাসে দু’দফা দিল্লী সফরের নজির গড়বেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ভারতে টানা তিনবারের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ৮ জুন দিল্লী যান শেখ হাসিনা। ৯ জুন মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে ১০ জুন বৈঠকে করেন নরেন্দ্র মোদির সঙ্গে এবং এদিন দেশে ফেরেন।
ফের ২১ জুন দিল্লির সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ জুন হায়দরাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হবে। ২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় এই সফর সংক্ষিপ্ত হতে পারে।
এই সফরের বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা সইয়ের কথা রয়েছে। এর মধ্যে কয়েকটির মেয়াদ শেষ হয়ে গেছে। সফরের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত চুক্তি ও সমঝোতার সংখ্যার পরিবর্তন হতে থাকে।
নতুন চুক্তি ও সমঝোতা স্মারকের (এমওইউ) মধ্যে এর মধ্যে ভারতের ঋণচুক্তি বাস্তবায়নে গতি আনতে নতুন রূপরেখা চুক্তি, বাংলাদেশে যে কোন পরিস্থিতি নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য একটি এমওইউ বিষয়গুলো বিবেচনায় রয়েছে।
অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, সংযুক্তি, জ্বালানি, নতুন প্রযুক্তিসহ নানা বিষয়ে আগামী ২২ জুন অনুষ্ঠেয় শীর্ষ বৈঠকে আলোচনা হবে। বাংলাদেশের তরফে অমিমাংসিত ও অগ্রাধিকারের তালিকায় সব সময় তিস্তাই প্রধান্য পায়।
শুক্রবার (১৪ জুন) বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফরের নানা কর্মসূচি চূড়ান্ত হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করার পাশাপাশি তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ আরও একাধিক কর্মসূচি যুক্ত হতে পারে।