সংবাদ শিরোনাম ::
সরসপুরে বিভিন্ন সামাজিক সংগঠনের ইফতারসামগ্রী বিতরণ
মো: রবিউল ইসলাম
- আপডেট সময় : ০২:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ৪০৯ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাট উপজেলার মোল্লাহাট থানাধীন ৬নং কোদালিয়া ইউনিয়নের ‘সরসপুর কল্যাণ সংঘ’ ও মোহাম্মদ আলী ইসলামী কল্যাণ ফাউন্ডেশন’র উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।
স্থানীয় শতাধিক অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ১ কেজি চিনি, ছোলা, মুড়ি, চিড়া, ও ১ লিটার সয়াবিন তেল। গত মঙ্গলবার সরসপুর বাজার কল্যাণ সংঘের অফিসে সংগঠনের সদস্যরা ইফতারসামগ্রী বিতরণে অংশ নেন।
উল্লেখ্য, ‘সরসপুর কল্যাণ সংঘ’ এলাকার কতিপয় তরুণদের নিয়ে গড় সংগঠন। এই সামাজিক সংগঠনটি ইতোপূর্বে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড করে আসছে।
এবছর সরসপুর কল্যাণ সংঘের সঙ্গে ইফতার সামগ্রী বিতরণে অংশ নেয় এলাকার আরেকটি সামাজিক সংগঠন ‘মোহাম্মদ আলী ইসলামী কল্যাণ ফাউন্ডেশন’।