সাকিব ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় মাগুরায় স্বাধীনতা দিবস বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:১৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ২৮৫ বার পড়া হয়েছে
সাকিব ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় মাগুরায় স্বাধীনতা দিবস বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের মাঠে শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে টুর্নামেন্ট আনষ্ঠিত হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
খেলা শেষে হাজারো দর্শক এবং মাগুরাবাসীর উদ্দেশ্যে সাকিব আল হাসান বলেন, যদিও আমি একজন ক্রিকেটার প্লেয়ার কিন্তু ফুটবল খেলা আমার ভিষণ পছন্দের। আজকের এই খেলার আয়োজন সাথে যারা সম্পর্কিত রয়েছেন সবাইকেই আন্তরিক অভিনন্দন।
মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল, রানা আমির ওসমান, কতুবুল্লাহ কুটি, মেহেদী হাসান উজ্জ্বল, রাব্বি আমিন সোয়ান, সৈয়দ ইমাম বাকেরসহ কাদির পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।