সাগরে থেকে বোতলের তরল পানে ৪ জেলের মৃত্যু
- আপডেট সময় : ০২:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ২৪৯ বার পড়া হয়েছে
সাগরে মাছ ধরতে যান শ্রীলঙ্কার কয়েকজন জেলে। এসময় তারা সাগরের জলে একটি বোতল ভাসতে দেখে তা তুলে আনেন। ভেতরে থাকা তরলকে মদ ভেবে প্রাণ করেন তারা। তাতে ৪জনের মৃত্যু হয়। অসুস্থ হয়েছে আরও অন্তত দুইজন।
শ্রীলঙ্কা উপকূলীয় ভারত সাগরে ঘটনাটি ঘটেছে। রোববার (৩০ জুন) এমন তথ্য জানা গেছে। শ্রীলঙ্কার মৎস্য ও জলজসম্পদ বিভাগের মহাপরিচালক সুশান্ত কাহাওয়াট্টা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেশটির জাতীয় সংবাদমাধ্যম আদা ডেরানাকে তিনি বলেন, জেলেরা কিছু বোতল এলাকায় কর্মরত অন্যান্য জেলেদেরও দেওয়া হয়েছে। এসব বোতলের তরল পান না করতে তাদেরকে জানানোর চেষ্টা চলছে।
কাহাওয়াট্টা আরও জানান, সাগরে ভাসতে থাকা বোতলগুলোতে কোন ধরনের তরল ছিল এবং এসব বোতলের প্রস্তুতকারক কে বা কারা তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দ্বীপরাষ্ট্রটির দক্ষিণ উপকূলীয় শহর তেঙ্গল থেকে ৩২০ নটিক্যাল মাইল দূরে ভাসতে থাকা বোতলগুলো কুড়িয়ে নেন ডেভন নামে নৌকার ৬ জেলে। এসব বোতলে মদ ছিল ভেবে পান করেন তারা।