সাদুল্লাপুরে শিশু ধর্ষণ ঘটনায় ধর্ষক গ্রেফতার
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৯ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক আনারুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার সাদুল্লাপুর থানায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু। এসময় থানার ওসি তাজউদ্দিন খন্দকার উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার (৩১ অক্টোবর) সকালের দিকে সাদুল্লাপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে আনারুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনারুল ইসলাম কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামের মৃত আব্বাস আলী ও মোছা. জরিনা বেগম দম্পতির ছেলে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু ওই মামলার বরাত দিয়ে বলেন, গত ১৮ অক্টোবর বিকেল ৩ টার দিকে আসামি আনারুল ইসলাম তার নিজ ঘরে ওই শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় গত ২৪ অক্টোবর সাদুল্লাপুর থানায় আনারুলকে আসামি করে মামলা রুজু করা হয়। তখন থেকে অভিযুক্ত আনারুল আত্নগোপনে যান। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে ৩১ অক্টোবর চট্রগ্রাম জেলা থেকে গ্রেফতার করা হয়।




















