ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
Logo ১৫ বছরে অন্যায় কাজের জন্য পুলিশ দুঃখিত ও লজ্জিত: আইজিপি Logo রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের Logo সমমনা দলের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক Logo জাতীয় ইমাম পরিষদের পৌর শাখার সভাপতি আশরাফুল-সেক্রেটারি কাদির Logo শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ গ্রেফতার-১ Logo আওয়ামী স্বৈরশাসনের সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে :  ড্যাব মহাসচিব Logo বিনিয়োগকারী নয়, পুঁজিবাজারে অস্থিরতার নেপথ্যে প্লেয়ার ও রেগুলেটররা : অর্থ উপদেষ্টা Logo ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না: ফাওজুল কবির Logo মেঘনায় অবৈধ বালু উত্তোলন, বাল্কহেডসহ আটক ৯ Logo বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা

সাবেক মন্ত্রী কামরুলের সঙ্গে সাক্ষাৎ, আদালতের নাজিরের কার্যালয়ে ভাঙচুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নাজিরের কার্যালয়ে আজ সোমবার দুপুরে ভাঙচুর করেছেন একদল আইনজীবী

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

আদালতকক্ষে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে দেখা করার পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুনের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর নাজির শাহ মো. মামুনকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এক কর্মচারী বলেন, বেলা একটার পর হঠাৎ কয়েকজন আইনজীবী নাজিরের কার্যালয়ে ঢুকে তাঁর চেয়ার ভাঙচুর করেন।

ঘটনার বিষয়ে নাজির শাহ মো. মামুন বলেন, একটি মামলার তথ্য নিতে তিনি সকাল সাড়ে আটটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে যান। তখন আদালতকক্ষে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা কামরুল ইসলামের সঙ্গে তাঁর দেখা হয়। তিনি তাঁকে সালাম দেন। এরপর তিনি মামলা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে আবার নিজের কার্যালয়ে ফিরে আসেন। পরে বেলা একটার দিকে কয়েকজন আইনজীবী তাঁর কার্যালয়ে ভাঙচুর করেন। এ সময় তিনি তাঁর কার্যালয়ে ছিলেন না।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম  বলেন, আদালতের নাজির শাহ মো. মামুন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে আদালতকক্ষে দেখা করেছেন। পাশাপাশি বিচারকেরা যে লিফট ব্যবহার করে ওপরে উঠেন, তিনি সেই লিফট ব্যবহার করে কামরুল ইসলামের ছেলেকে আদালতকক্ষে নিয়ে যান। কামরুল ইসলামের সঙ্গে তাঁর ছেলেকে দেখা করিয়ে দেন তিনি। এসব ঘটনা জানিয়ে সাধারণ আইনজীবীরা নাজিরের বিরুদ্ধে ঢাকার সিএমএম বরাবর একটি অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুল ইসলাম  বলেন, বেলা একটার দিকে তিনি আদালতে অবস্থান করছিলেন। তখন কয়েকজন আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের কাছে অভিযোগ করেন, নাজির ইচ্ছা করে হত্যা মামলার আসামি কামরুল ইসলামের সঙ্গে দেখা করতে গেছেন। আদালত আইনজীবীদের বক্তব্য শুনে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

তবে অভিযোগ অস্বীকার করে নাজির শাহ মো. মামুন দাবি করেন, তিনি ইচ্ছা করে কামরুল ইসলামের সঙ্গে দেখা করতে যাননি। কামরুল ইসলামের ছেলের সঙ্গে তাঁর আগে থেকে পরিচয়ও ছিল না। তিনি বিচারকদের লিফট ব্যবহার করে কাউকে আদালতে নিয়ে যাননি।

দুপুরের পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে জানিয়ে শাহ মো. মামুন বলেন, ‘আমি দুপুরের পর আর কার্যালয়ে যাইনি।’ এর পরে শাহ মো. মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক মন্ত্রী কামরুলের সঙ্গে সাক্ষাৎ, আদালতের নাজিরের কার্যালয়ে ভাঙচুর

আপডেট সময় : ০৭:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

 

আদালতকক্ষে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে দেখা করার পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুনের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর নাজির শাহ মো. মামুনকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এক কর্মচারী বলেন, বেলা একটার পর হঠাৎ কয়েকজন আইনজীবী নাজিরের কার্যালয়ে ঢুকে তাঁর চেয়ার ভাঙচুর করেন।

ঘটনার বিষয়ে নাজির শাহ মো. মামুন বলেন, একটি মামলার তথ্য নিতে তিনি সকাল সাড়ে আটটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে যান। তখন আদালতকক্ষে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা কামরুল ইসলামের সঙ্গে তাঁর দেখা হয়। তিনি তাঁকে সালাম দেন। এরপর তিনি মামলা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে আবার নিজের কার্যালয়ে ফিরে আসেন। পরে বেলা একটার দিকে কয়েকজন আইনজীবী তাঁর কার্যালয়ে ভাঙচুর করেন। এ সময় তিনি তাঁর কার্যালয়ে ছিলেন না।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম  বলেন, আদালতের নাজির শাহ মো. মামুন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে আদালতকক্ষে দেখা করেছেন। পাশাপাশি বিচারকেরা যে লিফট ব্যবহার করে ওপরে উঠেন, তিনি সেই লিফট ব্যবহার করে কামরুল ইসলামের ছেলেকে আদালতকক্ষে নিয়ে যান। কামরুল ইসলামের সঙ্গে তাঁর ছেলেকে দেখা করিয়ে দেন তিনি। এসব ঘটনা জানিয়ে সাধারণ আইনজীবীরা নাজিরের বিরুদ্ধে ঢাকার সিএমএম বরাবর একটি অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুল ইসলাম  বলেন, বেলা একটার দিকে তিনি আদালতে অবস্থান করছিলেন। তখন কয়েকজন আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের কাছে অভিযোগ করেন, নাজির ইচ্ছা করে হত্যা মামলার আসামি কামরুল ইসলামের সঙ্গে দেখা করতে গেছেন। আদালত আইনজীবীদের বক্তব্য শুনে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

তবে অভিযোগ অস্বীকার করে নাজির শাহ মো. মামুন দাবি করেন, তিনি ইচ্ছা করে কামরুল ইসলামের সঙ্গে দেখা করতে যাননি। কামরুল ইসলামের ছেলের সঙ্গে তাঁর আগে থেকে পরিচয়ও ছিল না। তিনি বিচারকদের লিফট ব্যবহার করে কাউকে আদালতে নিয়ে যাননি।

দুপুরের পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে জানিয়ে শাহ মো. মামুন বলেন, ‘আমি দুপুরের পর আর কার্যালয়ে যাইনি।’ এর পরে শাহ মো. মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।