সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
- আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারর্পাসন খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল করেছেন সিরাজদিখান উপজেলা বিএনপি।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে ২৩ নভেম্বর রোববার রাতে ঢাকা এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটময়।
গতকাল বাদ মাগরিব উপজেলার শেখর নগর ইউনিয়নের গোপালপুর গ্রামে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ ১ আসনের (সিরাজদিখান -শ্রীনগর)বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ।
দোয়া মাহফিলে অংশ নেন,জেলা বিএনপির আহবায়ক সদস্য মোয়াজ্জেম হোসেন বাবুল, সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক শাজাহান মোল্লা, জেলা স্বেচ্ছসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,কেয়াইন ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাসিম খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, বিএনপি নেতা আব্দুস সালাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আজিজুল ইসলাম, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও জামিয়া শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মাদ্রাসার ছাত্র ও শিক্ষকগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
মোনাজাদ পরিচালনা করেন জামিয়া শেখ মোঃ আব্দুল্লাহ মাদ্রাসার মহতামিম মুফতি হাবিবুর রহমান।















