সুন্দরগঞ্জে দারিদ্র্য বিমোচনে ছাগল বিতরণ
- আপডেট সময় : ৬৫ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জে হতদরিদ্র সুবিধাভোগীদের মাঝে ছাগল পালনের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে শিশু উন্নয়ন সংস্থা ‘শিউস’।
আজ শনিবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শিউস অফিস চত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে শিশু উন্নয়ন সংস্থা শিউসের বাস্তবায়নে প্রথম পর্যায়ে ১০ জন হতদরিদ্র সুবিধাভোগীর মাঝে বিনামূল্যে ২টি করে ছাগল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।
সভাপতিত্ব করেন, শিশু উন্নয়ন সংস্থা শিউসের পরিচালক ডা. মোঃ শফিউল ইসলাম ভূঁইয়া।
সংস্থার ব্যবস্থাপক মোঃ রেজাউল ইসলাম রেজা ও নাট্যকর্মী সাগর এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ মোজাম্মেল হক, ০১নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক এম এ গাফ্ফার মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজিত আলোচনা সভায় অতিথিরা, সুবিধাভোগীদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে এ ধরনের কর্মসূচির গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন সহায়তার আশ্বাস দেন। এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সুবিধাবঞ্চিতদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
আলোচনা শেষে ইউনিয়নের বিভিন্ন এলাকার সুবিধাভোগীদের হাতে ছাগল তুলে দেন অতিথিবৃন্দ।
















