সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সভাপতি খোকন সাধারণ সম্পাদক মঞ্জুরুল
- আপডেট সময় : ১২:২৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৩১৫ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সভাপতি মাহবুব উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক শাহ মঞ্জুরুল হক। বিএনপি সমর্থক
সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থক মাহবুব উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক শাহ মঞ্জুরুল হক। শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে এই ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক আবুল খায়ের।
নির্বাচনে সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থক আর বিএনপি সমর্থক সভাপতিসহ ৪টি পদে জয় লাভ করেছে।
নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক আবুল খায়ের জানান, নির্বাচনে সভাপতি পদে ২ হাজার ৬২২ ভোট পেয়ে বিজয়ী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে ৩ হাজার ৩১৯ ভোট পেয়ে জয়ী শাহ মঞ্জুরুল হক।
ফল ঘোষণার পর অনিয়মের অভিযোগ এনে ফের নির্বাচনের দাবি জানান মাহবুব উদ্দিন খোকন। বলেন, আইন অনুযায়ী নির্বাচন হয়নি। পুনরায় শিডিউল দিয়ে নির্বাচনের দাবি করেন এই আইনজীবী।
তবে সম্পাদক শাহ মঞ্জুরুল দাবি করেন, সুষ্ঠু নির্বাচনে নৈরাজ্য সৃষ্টি করেছে বিরোধীরা।
গত ৬ ও ৭ মার্চ শান্তিপূর্ণ পরিবেশেই হয় ভোট হলেও ফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ ও মামলা পর্যন্ত হয়েছে। তাতে আসামির তালিকায় নাহিদ সুলতানা যুথি ও রুহুল কুদ্দুস কাজলসহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ জন।
আসামীদের মধ্যে ৫জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের পুলিশ হেফাতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।