সংবাদ শিরোনাম ::
সেতু ভবনে আগুন
গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ৬৮১ বার পড়া হয়েছে
ঢাবার বনানীতে সেতু ভবনে আগুন লেগেছে। আন্দোলকারী শিক্ষার্থীদের কারণে এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌছাতে পারেনি ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার।
তিনি জানান, বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দেয়। তবে এখন পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি।
প্রসঙ্গত, কোটা আন্দোলনকারীরা বুধবার (১৭ জুলাই) রাতে সারাদেশে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি ঘোষণা করে। সে কর্মসূচি পালনে সারাদেশে মাঠে নামে আন্দোলনকারীরা।
পুলিশ-ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়, যা একপর্যায়ে পুরো দেশে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। এর মধ্যে ঢাকাতেই রয়েছে ৯ জন।
























