সোহরাওয়ার্দী ও হৃদরোগ ইনস্টিটিউট পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৪:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে
ঈদের লম্বা ছুটি শুরুর প্রথম দিন বুধবার (১০ এপ্রিল) শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন। ঈদের লম্বা ছুটিতে চিকিৎসা সেবা সচল রাখতে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন স্বাস্থ্য মন্ত্রী।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলেন ও চিকিৎসার খোঁজ-খবর নেন। ছুটির সময় চিকিৎসা সেবা নিয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে মন্ত্রী কথা বলেন এবং কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে চান। পরিদর্শনে এসে তাদের খোঁজ-খবর নেয়া এবং ঈদের ছুটিতে খাবারের ব্যবস্থা করায় কর্তব্যরত চিকিৎসক-নার্সরা মন্ত্রীকে ধন্যবাদ জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।