স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবককের ৬০ বছর কারা দণ্ড

- আপডেট সময় : ০৩:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ৪২৬ বার পড়া হয়েছে
স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে হাফিজুল ইসলাম (৪০) নামের ব্যক্তিকে ৬০ বছর কারা দণ্ড দিয়েছে আদালত। রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা নাগাদ নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ( জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। জরিমানার ৪০ হাজার টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, আসামী হাফিজুল ইসলাম ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টা নাগাদ নলডাঙ্গা উপজেলার সপ্তম শ্রেণির স্কুল ছাত্রীকে (১৩) বাড়ির আঙ্গিনা থেকে অপহ ণের পর ধর্ষণ করে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় অপহরণ ও ধর্ষণের মামলা করে।
মামলার তদন্ত শেষে নলডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক গত বছরের ৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দিলে পরবর্তী সময়ে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে বিচার কাজ শুরু হয়। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত এই রায় দেন।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আনিছুর রহমান বলেন, স্কুলছাত্রীকে অপহরণের দায়ে আসাি কে ৬০ বছর সাজা দিয়েছেন আদালত। একটি সাজা শেষে অপর সাজা শুরু হবে। একই সঙ্গে আসামিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করে সেই টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।