সংবাদ শিরোনাম ::
২৫ মার্চ ঢাকা সফরে আসছেন ভুটানের রাজা
গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ৫৭৪ বার পড়া হয়েছে
আগামী ২৫ মার্চ ৫ দিনের সফরে বাংলাদেশে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। রাজা স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নেবেন।
ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ঢাকা সফরকালে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
রাজার ঢাকা সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মরক সই হবে। এছাড়া কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য খাতসহ বিভিন্নখাতে সহযোগিতার বিষয়েও আলোচনা হবে।
৫ দিনের সফর শেষে ২৯ মার্চ ঢাকা ত্যাগ করবেন ভুটানের রাজা।






















