৭৫ জনকে জীবিত উদ্ধার
- আপডেট সময় : ১০:৩১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ৩৭৩ বার পড়া হয়েছে
বেইলী রোডের বিধ্বংসী আগুনের ঘটনায় ৭৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট ঘটনার স্থলে ছুটে আসে। তারা আধুনি যন্ত্রপাতি কাজে লাগিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
খাবারের দোকানটিতে ভীড় ছিল। যে ভবনটিতে খাবার ও অন্যান্য দোকান রয়েছে, সেই ভবনের সিঁড়ি সরু। নামতে গিয়ে অনেকে আটকে যাবার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
আগুন নিয়ন্ত্রণে পুলিশ, আনসার, র্যাব ও এনএসআই সহযোগিতা করে। ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় পর রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অচেতন অবস্থায় উদ্ধার করে ৪২ জনকে। একই পরিবারের পাঁচজনসহ মারা গেছেন ৪৫ জন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ৩১, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে একজন মারা যাবার তথ্য জানানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তিনটি মরদেহ।
ডা. সামন্ত লাল সেন আরও জানান, আগুনের ঘটনা পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।