থামছেনা ভারতে ইলিশ পাচার, ফের জব্দ ৪৪০ কেজি ইলিশ
- আপডেট সময় : ৪২২ বার পড়া হয়েছে
বিভিন্ন ভাবে ভারতে ইলিশ পাচার হচ্ছে। যার প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারে। ভরমৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে। বাংলাদেশ থেকে বিভিন্ন সীমান্ত পথে পাচার হচ্ছে ইলিশ।
কুমিল্লা, ব্রহ্মণবাড়িয়া ও সিলেটের বিভিন্ন সীমান্ত পথে ত্রিপুরা, আসাম ও মেঘালয়ে পাচার হচ্ছে ইলিশ। সর্বশেষ কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক সীমান্ত দিয়ে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার।
জাবের বিন জব্বার সংবাদমাধ্যমকে বলেন, প্রথম প্রহরে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী মনোরা নামক স্থানে পাওয়া যায় এসব ইলিশ। তিনি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত পিলার ২০৫৭২-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনোরা নামক স্থানে এসব ইলিশ পাওয়া যায়। এসময় কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বিজিবি আসার খবরে এসব ইলিশ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।
৪৪০ কেজি ইলিশ মাছের মূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা। ইলিশগুলো বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) বুড়িচংয়ের আনন্দপুর সীমান্তে সাড়ে ৬০০ কেজি ইলিশ জব্দ করে বিজিবি।
অপর দিকে সিলেটের গোয়াইন ঘাট সীমান্ত দিয়ে মেঘালয়ে পাচার কালে ইলিশের চালান আটক করে বিজিবি।





















