ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo আগামী ২৮শে মার্চ বেইজিংয়ে শির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ড. ইউনূস Logo শ্রীপুরে আছিয়ার দাফন সম্পন্ন, ধর্ষণে অভিযুক্তের বাড়িতে জনতার আগুন Logo তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo ডামুড্যায় জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখতে মানববন্ধন Logo সব সাংবাদিক আমার কাছে সমান, কোন অন্যায় কে প্রশ্রয় দেয়া হবে না : চকরিয়ার নবাগত ওসি Logo ময়মনসিংহে মিশুক চালকের মরদেহ উদ্ধার Logo নাটোরে আদিবাসীদের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত Logo না ফেরার দেশে মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু Logo ত্রিশালে নির্বাচন অফিসের মানববন্ধন  অবস্থান কর্মসূচি   Logo এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে নরসিংদীতে মানববন্ধন

উপমহাদেশের খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উধাস প্রয়াত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

শুরুতে তবলার প্রশিক্ষণ নিলেও পরবর্তী সময়ে গুলাম কাদির খানের কাছে শাস্ত্রীয় সংগীতের তালিম নিতে শুরু করেন পঙ্কজ

পরপারে পারি দিলে উপমহাদেশের খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উধাস। ৭২ বছর বয়সী এই শিল্পী দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বাবার প্রয়াণের খবর নিশ্চিত করেন মেয়ে নায়াব উধাস ইনস্টাগ্রামে লিখেছেন, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী প্রাপ্ত শিল্পী পঙ্কজ উধাস ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন।

ছায়া ছবিসহ বিভিন্ন মাধ্যমে একটা লম্বা সময় শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন পঙ্কজ। চান্দি জ্যায়সা রঙ্গ, না কাজরে কি ধার, দিওয়ারো সে মিল কর রোনা, আহিস্তা, থোড়ি থোড়ি প্যার করো, নিকলো না বেনাকাব, পঙ্কজ উদাসের গাওয়া এসব কালজয়ী গজল শ্রোতাদের মনের রসদ।

নশা, পয়মানা, হসরত, হামসফর-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে।

পঙ্কজ উধাসের জন্ম ১৯৫১ সালের ১৭ মে গুজরাতের জেটপুরে। কেশুভাই উধাস ও জিতুবেন উধাসের তিন সন্তানের মধ্যে পঙ্কজ ছিলেন কনিষ্ঠ। পরিবারেই তার সংগীতের হাতেখড়ি।

সন্তানদের সংগীতের প্রতি উৎসাহ দেখে কেশুভাই তাদের রাজকোটের সঙ্গীত অ্যাকাডেমিতে ভর্তি করে দেন।

শুরুতে তবলার প্রশিক্ষণ নিলেও পরবর্তী সময়ে গুলাম কাদির খানের কাছে শাস্ত্রীয় সংগীতের তালিম নিতে শুরু করেন পঙ্কজ। পরবর্তী সময়ে গোয়ালিয়র ঘরানার জনপ্রিয় শিল্পী নবরং নাগপুরকরের কাছে তালিম নিতে চলে আসেন পঙ্কজ মুম্বাই। সিনেমার গানে তার অভিষেক হয় ১৯৮৯ সালে হম তুম ওউর ওহ ছবির মাধ্যমে।

তার পর সাথ সাথ, উৎসব, প্রেম প্রতিজ্ঞা’র মতো ছবিতে কণ্ঠ দেন। ১৯৮৬ সালে নাম সিনেমায় তার গাওয়া চিঠঠি আয়ি হ্যয় গানটি তাকে জনপ্রিয়তা শিখরে পৌঁছে দেয়। ১৯৯১ সালে সাজন ছবির জিয়ে তো জিয়ে তার সংগীত জীবনের অন্যতম হিট গান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উপমহাদেশের খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উধাস প্রয়াত

আপডেট সময় : ০৭:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

 

শুরুতে তবলার প্রশিক্ষণ নিলেও পরবর্তী সময়ে গুলাম কাদির খানের কাছে শাস্ত্রীয় সংগীতের তালিম নিতে শুরু করেন পঙ্কজ

পরপারে পারি দিলে উপমহাদেশের খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উধাস। ৭২ বছর বয়সী এই শিল্পী দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বাবার প্রয়াণের খবর নিশ্চিত করেন মেয়ে নায়াব উধাস ইনস্টাগ্রামে লিখেছেন, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী প্রাপ্ত শিল্পী পঙ্কজ উধাস ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন।

ছায়া ছবিসহ বিভিন্ন মাধ্যমে একটা লম্বা সময় শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন পঙ্কজ। চান্দি জ্যায়সা রঙ্গ, না কাজরে কি ধার, দিওয়ারো সে মিল কর রোনা, আহিস্তা, থোড়ি থোড়ি প্যার করো, নিকলো না বেনাকাব, পঙ্কজ উদাসের গাওয়া এসব কালজয়ী গজল শ্রোতাদের মনের রসদ।

নশা, পয়মানা, হসরত, হামসফর-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে।

পঙ্কজ উধাসের জন্ম ১৯৫১ সালের ১৭ মে গুজরাতের জেটপুরে। কেশুভাই উধাস ও জিতুবেন উধাসের তিন সন্তানের মধ্যে পঙ্কজ ছিলেন কনিষ্ঠ। পরিবারেই তার সংগীতের হাতেখড়ি।

সন্তানদের সংগীতের প্রতি উৎসাহ দেখে কেশুভাই তাদের রাজকোটের সঙ্গীত অ্যাকাডেমিতে ভর্তি করে দেন।

শুরুতে তবলার প্রশিক্ষণ নিলেও পরবর্তী সময়ে গুলাম কাদির খানের কাছে শাস্ত্রীয় সংগীতের তালিম নিতে শুরু করেন পঙ্কজ। পরবর্তী সময়ে গোয়ালিয়র ঘরানার জনপ্রিয় শিল্পী নবরং নাগপুরকরের কাছে তালিম নিতে চলে আসেন পঙ্কজ মুম্বাই। সিনেমার গানে তার অভিষেক হয় ১৯৮৯ সালে হম তুম ওউর ওহ ছবির মাধ্যমে।

তার পর সাথ সাথ, উৎসব, প্রেম প্রতিজ্ঞা’র মতো ছবিতে কণ্ঠ দেন। ১৯৮৬ সালে নাম সিনেমায় তার গাওয়া চিঠঠি আয়ি হ্যয় গানটি তাকে জনপ্রিয়তা শিখরে পৌঁছে দেয়। ১৯৯১ সালে সাজন ছবির জিয়ে তো জিয়ে তার সংগীত জীবনের অন্যতম হিট গান।