ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জবিতে এআই ও বিজনেস ইনকিউবেশন ফাইনাল কম্পিটিশন Logo পানির সমস্যা সমাধানে পাম্প ও সংস্কার কাজের উদ্বোধন Logo নড়িয়ায় বিএনপিউঠান বৈঠক অনুষ্ঠিত Logo ‘ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, রেজাল্ট নিয়ে ঘরে ফিরবেন’ Logo ‘দুঃশাসনের বিরুদ্ধে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই’ Logo অপারেশন ডেভিল হান্টে ভোলায় আটক ১ Logo শরীয়তপুরের তিন আসনেই বড় সম্ভাবনা বিএনপির Logo “লবণ শিল্প রক্ষা ও লবণচাষিদের জীবনমান উন্নয়নে দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে” Logo ভেদরগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথবাহিনী অভিযান দুই জন আটক Logo দাগনভূঞা আতাতুর্ক সপ্রাবি নানাবিধ সমস্যায় চলছে পাঠদান -সমস্যা সমাধানের উদ্যেগ নেই প্রশাসনের 

বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

বাসুদেব বিশ্বাস,বান্দরবান:
  • আপডেট সময় : ২১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বান্দরবানে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছে শুভ মধু পূর্ণিমা। ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে আয়োজন করা হয় ভান্তেদের ছোয়াই দান (উৎকৃষ্ট খাবার), বুদ্ধ পূজা ও সমবেত প্রার্থনার। এসময় বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক দায়িকা বিহারে বিহারে উপস্থিত হয়ে বিহারাধ্যক্ষদের মধুসহ বিভিন্ন ফলমূল ও পানীয় দান করে।

শুভ মধুপূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই রাজগুরু বৌদ্ধ বিহারে, উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহার, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে ধর্মীয় দেশনা প্রদান করেন বিহার বিহারাধ্যক্ষরা। এসময় বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়ের দায়ক-দায়িকারা বিহারে গিয়ে মোমবাতি প্রজ্জলন করেন এবং ধর্মীয় সমবেত প্রার্থনায় অংশ নেয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে।

এসময় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. কেতু মহাথের, উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি স্থবির, রাজগুরু বৌদ্ধ বিহারের আবাসিক পরিচালক ভদন্ত উঃ নাইন্দাসারা ভিক্ষু, ধর্মজ্যোতি ভিক্ষু।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, বহুবছর আগে পূর্ণিমাতে একটি বুনোহাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল, ওই কাহিনী অনুসারে প্রতি বছর পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে দিনটি স্মরণ করে এবং মধু পূর্ণিমা হিসেবে উদযাপন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

আপডেট সময় :

 

বান্দরবানে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছে শুভ মধু পূর্ণিমা। ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে আয়োজন করা হয় ভান্তেদের ছোয়াই দান (উৎকৃষ্ট খাবার), বুদ্ধ পূজা ও সমবেত প্রার্থনার। এসময় বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক দায়িকা বিহারে বিহারে উপস্থিত হয়ে বিহারাধ্যক্ষদের মধুসহ বিভিন্ন ফলমূল ও পানীয় দান করে।

শুভ মধুপূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই রাজগুরু বৌদ্ধ বিহারে, উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহার, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে ধর্মীয় দেশনা প্রদান করেন বিহার বিহারাধ্যক্ষরা। এসময় বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়ের দায়ক-দায়িকারা বিহারে গিয়ে মোমবাতি প্রজ্জলন করেন এবং ধর্মীয় সমবেত প্রার্থনায় অংশ নেয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে।

এসময় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. কেতু মহাথের, উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি স্থবির, রাজগুরু বৌদ্ধ বিহারের আবাসিক পরিচালক ভদন্ত উঃ নাইন্দাসারা ভিক্ষু, ধর্মজ্যোতি ভিক্ষু।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, বহুবছর আগে পূর্ণিমাতে একটি বুনোহাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল, ওই কাহিনী অনুসারে প্রতি বছর পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে দিনটি স্মরণ করে এবং মধু পূর্ণিমা হিসেবে উদযাপন করে আসছে।