জুলাই বিপ্লবে নারীদের ওপর আওয়ামী লীগের গণতন্ত্রের লাঠি
- আপডেট সময় : ৬৭১ বার পড়া হয়েছে
কোটা সংস্কার আন্দোলন চলাকালে নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে নতুন বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
জুলাই বিপ্লবে নারীদের ওপরাও রক্ষা পায়নি আওয়ামী লীগের গণতন্ত্রের লাঠির আঘাত থেকে। সংঘঠিত গুন্ডাবাহিনী ছাত্রলীগের লাঠিছর আঘাতে অনেক নারী আহত হয়েছেন।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে নতুন বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি অনুরোধ করেছেন, শুক্র ও শনিবার এই দুদিন নারীদের ওপর হামলাকারীদের ছবি বা ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে।

পোস্টে হ্যাশট্যাগ দিয়ে হাসনাত লিখেছেন, শুক্র ও শনি দুদিন, নারীর ওপর ছাত্রলীগের হামলাকারীদের সন্ধান দিন।
কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ওপরের হ্যাশট্যাগ দুটি দিয়ে জুলাই বিপ্লবে নারীদের ওপর হামলার বিভিন্ন ঘটনা/ছবি শেয়ার করুন আজকে। এই হ্যাশট্যাগ ও জনসংযোগ কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে নারীদের ওপর হওয়া জুলুমের প্রতিবাদ গড়ে তুলতে সহায়তা করুন।
























