সংবাদ শিরোনাম ::
আগুনে পুড়ে মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ৬২৫ বার পড়া হয়েছে
ঢাকার বেইলি রোডে একটি খাবারের দোকানে আগুনের ঘটনায় হতাহতের ঘটনায় গীভল শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১ মার্চ) সকালে শোকবার্তায় শেখ হাসিনা আগুনে মৃতদের আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় প্রধানমন্ত্রী আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়োজিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বেইলি রোডের কাচ্চি ভাই নামক একটি খাবারের দোকানে আগুনের ঘটনায় ৪৫ জন মারা গিয়েছেন। দগ্ধ এবং আহত অনেককে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
























