সংবাদ শিরোনাম ::
স্বজনদের কাছে ২৯ মরদেহ হস্তান্তর
গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ৫৪৭ বার পড়া হয়েছে
বেইলি রোডের বহুতল ভবনে বিধ্বংসী আগুনে মৃত ২৯ মরদেহ শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত ৪৫ জনের মধ্যে ৩৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে। ভোরের দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।
ঢাকা জেলা প্রশাসনের তরফে সহকারী কমিশনার মোস্তফা আব্দুল্লাহ আল-নূর বলেন, নিহত ৪৫ জনের মধ্যে ৩৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে।
২৯ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেন তারা। চেহারা, জামাকাপড় দেখে স্বজনরা মরদেহ শনাক্ত করেন। পরিচয় নিশ্চিত হওয়ার পরই মরদেহ হস্তান্তর হয়। এ সংখ্যা আরও বাড়বে।
শনাক্ত না হওয়া মরদেহগুলোর মধ্যে পাঁচজনের চেহারা খুবই বিকৃত। তাদের সনাক্ত করা সম্ভব হচ্ছে না। কোন মরদেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে। ডিএনএ পরীক্ষা ছাড়া এটি হস্তান্তর করা সম্ভব নয়।























