‘এনটিএমসি’ সার্টিফিকেট অব মেরিট সম্মাননায় ভূষিত

- আপডেট সময় : ০২:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ৪৯৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষে নিরাপদ বাণিজ্য সুনিশ্চিতকরণ অবদানের স্বীকৃতিস্বরূপ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) ‘ওয়ার্ল্ড কাস্টমস অরগ্যানাইজেশন (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননায় ভূষিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। অর্থমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ ও কৃষি সচিবসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ এর প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে, ‘মিলে নবীন-পুরনো অংশীজন/কাস্টমস করবে লক্ষ্য অর্জন’।