সংবাদ শিরোনাম ::
রমজানে পণ্য দাম বাড়বে না, বাণিজ্য মন্ত্রীর ঘোষণা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ৪০২ বার পড়া হয়েছে
রমজান মাসে নতুন করে কোনো পণ্যের দাম বাড়বে না বলে ঘোষণা দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল আলম টিটু। এরই মধ্যে তেলের দাম লিটারে ১০ টাকা কমেছে। কোন পণ্যেরই সরবরাহে সংকট নেই।
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের অধিবেশন শেষে এই ঘোষণা দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (৪ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের অধিবেশনে বক্তব্য রাখেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, তেলের দাম কমানো হয়েছে, সেটি আজকালের মধ্যেই কার্যকর হবে। ডিসিদের নির্দেশ দিয়েছি বাড়তি দামে বিক্রি হলে ব্যবস্থা নিতে।