ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::

শিক্ষকের গুলিতে মেডিক্যাল কলেজের শিক্ষার্থী আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪৫৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

শিক্ষকের গুলিতে মেডিকেল কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের ঘটনা।

অভিযুক্ত শিক্ষকের নাম রায়হান শরীফ। আহত শিক্ষার্থী হলেন আরাফাত আমিন তমাল। তিনি অষ্টম ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানায়, সোমবার (৪ মার্চ) এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফ ক্লাসে মৌখিক পরীক্ষা নিচ্ছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের কারও কি পোষা প্রাণী আছে? আমার একটা পোষা প্রাণী আছে।

এই বলে তিনি তার কাছে থাকা একটি কালো ব্যাগ থেকে পিস্তল বের করে আমাদের দেখিয়ে বলেন, এটা হচ্ছে আমার পোষাপাখি। এ সময় হঠাৎ করেই পিস্তল থেকে গুলি বের হয়ে গিয়ে একজনের পায়ে বিদ্ধ হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, রায়হান শরীফ কমিউনিটি মেডিসিন লেকচারার। তিন মাস ধরে হাতে বন্দুক-ছুরি নিয়ে ক্লাসে আসতেন। টেবিলের ওপর তার পিস্তলটি রেখে ভয়-ভীতি প্রদর্শন ও হয়রানি করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া বলেন, ঘটনার পরপরই আতঙ্কিত ও উত্তেজিত শিক্ষার্থীরা শিক্ষক রায়হান শরীফকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে রায়হান শরীফকে উদ্ধার করে তার পিস্তলটি জব্দ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষকের গুলিতে মেডিক্যাল কলেজের শিক্ষার্থী আহত

আপডেট সময় :

 

শিক্ষকের গুলিতে মেডিকেল কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের ঘটনা।

অভিযুক্ত শিক্ষকের নাম রায়হান শরীফ। আহত শিক্ষার্থী হলেন আরাফাত আমিন তমাল। তিনি অষ্টম ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানায়, সোমবার (৪ মার্চ) এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফ ক্লাসে মৌখিক পরীক্ষা নিচ্ছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের কারও কি পোষা প্রাণী আছে? আমার একটা পোষা প্রাণী আছে।

এই বলে তিনি তার কাছে থাকা একটি কালো ব্যাগ থেকে পিস্তল বের করে আমাদের দেখিয়ে বলেন, এটা হচ্ছে আমার পোষাপাখি। এ সময় হঠাৎ করেই পিস্তল থেকে গুলি বের হয়ে গিয়ে একজনের পায়ে বিদ্ধ হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, রায়হান শরীফ কমিউনিটি মেডিসিন লেকচারার। তিন মাস ধরে হাতে বন্দুক-ছুরি নিয়ে ক্লাসে আসতেন। টেবিলের ওপর তার পিস্তলটি রেখে ভয়-ভীতি প্রদর্শন ও হয়রানি করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া বলেন, ঘটনার পরপরই আতঙ্কিত ও উত্তেজিত শিক্ষার্থীরা শিক্ষক রায়হান শরীফকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে রায়হান শরীফকে উদ্ধার করে তার পিস্তলটি জব্দ করেন।