ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৯২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ট্রেনের সঙ্গে সংঘর্ষে একটি মাইক্রোবাসের দুই নারীসহ পাঁচজন মারা গেছে। মঙ্গলবার বাংলাদেশের ফরিদপুর সদর উপজেলার গেরদা এলাকার ঘটনা। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি ৫০ গজ দূরে পুকুরে পড়ে যায়।

মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিক আসছিল। ঘটনাস্থলে তিনজন এবং আহতদেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুই নারীকে মৃত ঘোষণা কওে চিকিৎসক। মাইক্রোবাসে চালকসহ মোট নয়জন যাত্রী ছিলেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দুপুর ১২টা ২৮ মিনিটে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মো. আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক বলেন, নিহত ব্যক্তিদের মৃতদেহ বহন ও সৎকারের জন্য যাবতীয় খরচ জেলা প্রশাসন বহন করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

আপডেট সময় :

 

ট্রেনের সঙ্গে সংঘর্ষে একটি মাইক্রোবাসের দুই নারীসহ পাঁচজন মারা গেছে। মঙ্গলবার বাংলাদেশের ফরিদপুর সদর উপজেলার গেরদা এলাকার ঘটনা। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি ৫০ গজ দূরে পুকুরে পড়ে যায়।

মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিক আসছিল। ঘটনাস্থলে তিনজন এবং আহতদেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুই নারীকে মৃত ঘোষণা কওে চিকিৎসক। মাইক্রোবাসে চালকসহ মোট নয়জন যাত্রী ছিলেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দুপুর ১২টা ২৮ মিনিটে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মো. আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক বলেন, নিহত ব্যক্তিদের মৃতদেহ বহন ও সৎকারের জন্য যাবতীয় খরচ জেলা প্রশাসন বহন করবে।