ফরিদপুর জেলা পর্যায়ে প্রথম স্থান প্রাপ্ত তাসমিয়া হক জান্নাত
ঢাকা বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে

- আপডেট সময় : ০১:৫৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
ঢাকা বিভাগীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । সোমবার, ১০ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে নিজস্ব কার্যালয়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আনিসুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক ( সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ অফিস, আশকোনা হজ ক্যাম্প ঢাকা এর পরিচালক (উপ সচিব) মোঃ লোকমান হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (সমন্বয় বিভাগ) মোঃ মহিউদ্দিন।
ঢাকা বিভাগ থেকে ক্বিরাত, হামদ্ ও নাত প্রতিযোগিতায় মোট ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ফরিদপুর জেলা থেকে তাসমিয়া হক জান্নাত ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার করেছে। নারায়ণগঞ্জ জেলা থেকে অংশগ্রহণকারী প্রতিযোগী সামিয়া ইয়াসমিন প্রথম স্থান অধিকার করেছে এবং সাভার থেকে জায়েদা তাবাসসুম দ্বিতীয় স্থান অধিকার করেছে। তাসমিয়া হক জান্নাত ফরিদপুরের সবজান নেছা মহিলা কামিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী।