ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo আগামী ২৮শে মার্চ বেইজিংয়ে শির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ড. ইউনূস Logo শ্রীপুরে আছিয়ার দাফন সম্পন্ন, ধর্ষণে অভিযুক্তের বাড়িতে জনতার আগুন Logo তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo ডামুড্যায় জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখতে মানববন্ধন Logo সব সাংবাদিক আমার কাছে সমান, কোন অন্যায় কে প্রশ্রয় দেয়া হবে না : চকরিয়ার নবাগত ওসি Logo ময়মনসিংহে মিশুক চালকের মরদেহ উদ্ধার Logo নাটোরে আদিবাসীদের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত Logo না ফেরার দেশে মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু Logo ত্রিশালে নির্বাচন অফিসের মানববন্ধন  অবস্থান কর্মসূচি   Logo এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে নরসিংদীতে মানববন্ধন

জাতিসংঘ মহাসচিব আসছেন আজ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৪১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে আজ বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্বনেতাদের নজরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতিসংঘ মহাসচিবের চারদিনের এ সফর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সফর। মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের পর ২০১৭ সালের আগস্টের পর প্রথমবারের মতো তিনি একবার বাংলাদেশ সফরে এসেছিলেন। তিনি বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন ক্রাইসিসের কারণে রোহিঙ্গা ইস্যুটি বিশ্ববাসীর নজর থেকে দূরে সরে গেছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বারবার রোহিঙ্গা ইস্যুটি সকলের দৃষ্টিতে আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। যখনই বিশ্বনেতাদের সঙ্গে তার দেখা হচ্ছে তখনই তিনি রোহিঙ্গা ক্রাইসিস হাইলাইট করছেন। আমরা আশা করছি সফরের পর জাতিসংঘ মহাসচিব এ ব্যাপারে নতুন কোনো বার্তা দেবেন যাতে রোহিঙ্গা ইস্যুটি বিশ্বনেতাদের নতুন করে আলোচনার সুযোগ তৈরি করবে। শফিকুল আলম বলেন, রোহিঙ্গা ইস্যুটি অন্তর্বর্তী সরকারের টপ প্রায়োরিটি। অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকে এ নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি জানান, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অনেক কমে গেছে। তাদের জন্য পুষ্টি সহায়তা খুবই প্রয়োজন। রোহিঙ্গাদের জন্য প্রতিমাসে পুষ্টি সহায়তায় ১৫ মিলিয়ন ডলারের সহায়তা প্রয়োজন হয়। এজন্য আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তা খুবই প্রয়োজন। জাতিসংঘ মহাসচিবের সফরের মাধ্যমে মানবিক সহায়তা বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন। শফিকুল আলম আরও জানান, রোহিঙ্গাদের নিয়ে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ (বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িত) একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর সঙ্গে ফিনল্যান্ড ও মালয়েশিয়া কো-স্পনসর হিসেবে রয়েছে। জাতিসংঘ মহাসচিবের সফরে এ ব্যাপারেও আলোচনা হবে। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতিসংঘ মহাসচিব আসছেন আজ

আপডেট সময় : ১২:৪১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে আজ বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্বনেতাদের নজরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতিসংঘ মহাসচিবের চারদিনের এ সফর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সফর। মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের পর ২০১৭ সালের আগস্টের পর প্রথমবারের মতো তিনি একবার বাংলাদেশ সফরে এসেছিলেন। তিনি বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন ক্রাইসিসের কারণে রোহিঙ্গা ইস্যুটি বিশ্ববাসীর নজর থেকে দূরে সরে গেছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বারবার রোহিঙ্গা ইস্যুটি সকলের দৃষ্টিতে আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। যখনই বিশ্বনেতাদের সঙ্গে তার দেখা হচ্ছে তখনই তিনি রোহিঙ্গা ক্রাইসিস হাইলাইট করছেন। আমরা আশা করছি সফরের পর জাতিসংঘ মহাসচিব এ ব্যাপারে নতুন কোনো বার্তা দেবেন যাতে রোহিঙ্গা ইস্যুটি বিশ্বনেতাদের নতুন করে আলোচনার সুযোগ তৈরি করবে। শফিকুল আলম বলেন, রোহিঙ্গা ইস্যুটি অন্তর্বর্তী সরকারের টপ প্রায়োরিটি। অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকে এ নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি জানান, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অনেক কমে গেছে। তাদের জন্য পুষ্টি সহায়তা খুবই প্রয়োজন। রোহিঙ্গাদের জন্য প্রতিমাসে পুষ্টি সহায়তায় ১৫ মিলিয়ন ডলারের সহায়তা প্রয়োজন হয়। এজন্য আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তা খুবই প্রয়োজন। জাতিসংঘ মহাসচিবের সফরের মাধ্যমে মানবিক সহায়তা বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন। শফিকুল আলম আরও জানান, রোহিঙ্গাদের নিয়ে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ (বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িত) একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর সঙ্গে ফিনল্যান্ড ও মালয়েশিয়া কো-স্পনসর হিসেবে রয়েছে। জাতিসংঘ মহাসচিবের সফরে এ ব্যাপারেও আলোচনা হবে। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।