কক্সবাজারের গর্জনিয়া বাজারে প্রবাসীর ওপর হামলা ও টাকা ছিনতাই

- আপডেট সময় : ৩২৩ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারের গর্জনিয়া বাজারে প্রবাসী আনোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলা ও দেড় লাখ টাকা ছিণতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রবাসী আনোয়ার হোসেন। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছে সন্ত্রাসী হামলায় আহত প্রবাসী আনোয়ার হোসেন।
নাইক্ষ্যংছড়ি অনলাইন প্রেস ক্লাব এর অস্থায়ী কার্যালয়ে (১৪ মার্চ) সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহত যুবলীগ নেতা আনোয়ার হোসেন বলেন, গত ৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ গর্জনিয়া বাজারের মাদ্রাসা গেইটের পাশে ইসলামিয়া স্টোরের মালিক ব্যবসায়ী কায়সারের নিকট থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করি।
প্রবাসী আনোয়ার হোসেন এর বড় ভাই, দোছড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, অনলাইন প্রেস ক্লাব এর আহবায়ক ইরফান মাহবুব রায়হান ও সদস্য সচিব সরওয়ার জাহান উপস্থিত ছিলেন।
টাকা গ্রহণের বিষয়টি স্থানীয় কচ্ছপিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নতুন তিতার পাড়া এলাকার জয়নাল আবেদিন টুক্কু দেখে ফেলে। এরপর আনোয়ার হোসেনের ওপর লোহার রড়, চাপাতি ও দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করে নগদ ১ লাখ পঞ্চাশ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন বলেন, আমাকে অজ্ঞান অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা কমপ্লেক্সে ভর্তি করেন। সন্ত্রাসীদের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
হামলার ঘটনার ভিডিও সিসি ফুটেজ তার কাছে রয়েছে বলে জানান। একজন রেমিট্যান্স যোদ্ধার ওপর এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা ও ছিনতাই এর ঘটনায় আনোয়ার হোসেন রীতিমতো বাকরুদ্ধ। এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।