ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo ‘দুর্গা পূজায় সৌজন্যে ইলিশ ভারতে পাঠানোর অনুমোদন’ Logo চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে ভারতীয় নাগরিক রামদেবকে স্বাদেশে প্রত্যাবাসন Logo নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর Logo বিহারীবস্তিতে দুস্কৃতিকারীর হামলায় শালিসি ব্যক্তিত্ব পূর্ব আহত Logo শিবগঞ্জের দ্বিতীয় দফায় ভাঙ্গনের কবলে পদ্মা পাড়ের মানুষ, ফেলা হচ্ছে জিও ব্যাগ Logo কক্সবাজারে ইউনিয়ন হাসপাতালের সাথে ভোরের পাখি সংগঠনের স্বাস্থ্য সেবা চুক্তি Logo জকসু ও সম্পূরক বৃত্তিসহ জবি শাখা বাগছাসের ৫ দাবি Logo ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজের শিক্ষার্থীদের নবীন বরন Logo জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার প্রচার মিছিল সম্পন্ন

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবকে কুপিয়ে আহত

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৬৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে (২৩) কুপিয়ে জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে, কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
গুরতর হামলার শিকার মাসুম বিল্লাহ মাদারীপুর শহরের বাদামতলা এলাকার আক্তারউজ্জামানের ছেলে। জুলাই গণঅভ্যুত্থানে মাদারীপুরে আন্দোলনের নেতৃত্বে অন্যতম ভূমিকায় ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনসসিপির জেলা কমিটির আয়োজনে বুধবার বিকেলে শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারে এক কর্মীসভার আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ। কর্মীসভায় মাসুম বিল্লাহ যোগ দেওয়ার পরেই তার ওপর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহ নেতৃত্বে এনসিপির সদস্য রাতুল হাওলাদার ও আদিল মাহামুদ টুটুলসহ বেশ কয়েকজন অর্তকিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাসুম বিল্লাহকে কুপিয়ে জখম করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাসুম বিল্লাহকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।।
এই বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবকে কুপিয়ে আহত

আপডেট সময় :

মাদারীপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে (২৩) কুপিয়ে জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে, কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
গুরতর হামলার শিকার মাসুম বিল্লাহ মাদারীপুর শহরের বাদামতলা এলাকার আক্তারউজ্জামানের ছেলে। জুলাই গণঅভ্যুত্থানে মাদারীপুরে আন্দোলনের নেতৃত্বে অন্যতম ভূমিকায় ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনসসিপির জেলা কমিটির আয়োজনে বুধবার বিকেলে শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারে এক কর্মীসভার আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ। কর্মীসভায় মাসুম বিল্লাহ যোগ দেওয়ার পরেই তার ওপর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহ নেতৃত্বে এনসিপির সদস্য রাতুল হাওলাদার ও আদিল মাহামুদ টুটুলসহ বেশ কয়েকজন অর্তকিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাসুম বিল্লাহকে কুপিয়ে জখম করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাসুম বিল্লাহকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।।
এই বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’