সংবাদ শিরোনাম ::
মেঘনায় কোস্টগার্ডের ঝটিকা অভিযান ৩ হাজার কেজি জাটকা উদ্ধার

গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ৪৯৮ বার পড়া হয়েছে
মেঘনা নদীতে কোস্টগার্ডের ঝটিকা অভিযানে ৩ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ডের একটি বিশেষ দল চাঁদপুর মেঘনা নদীতে অভিযান চালায়।
এসময় প্রায় ৯ লক্ষ টাকা মূল্যের ৩০০০ কেজি (৭৫ মণ) জাটকা জব্দ করা হয়।
সোমবার (১৮ মার্চ) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।
মেঘনা নদীতে এদিন সকালে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কাজী আকিব আরাফাতের নেতৃত্বে মতলব উত্তর বুরোচর সংলগ্ন এলাকায় একটি বিশেষ চালায়। অভিযানকালে মোহনপুরগামী ৩টি কাঠের ট্রলার তল্লাশী করে ৩০০০ কেজি জাটকা উদ্ধার করে।
পরবর্তীতে চাঁদপুরের সহকারী মৎস্য কর্মকর্তা ফনী ভূষণ দেব’র উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।