ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

নবীনগরের শ্যামগ্রাম-সলিমগঞ্জ সড়কের বেহাল দশা, এলাকাবাসীর ক্ষোভ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম-সলিমগঞ্জ আঞ্চলিক সড়কের বেহাল অবস্থা নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও যাত্রীরা। বিশেষ করে কুলাশিং থেকে দেবদারু মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা এখন খানাখন্দ আর গর্তে ভরা। এতে প্রতিনিয়ত ঘটছে যানবাহন বিকল, দুর্ঘটনা এবং যাত্রী দুর্ভোগ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটির কোনো সংস্কার হয়নি। বর্ষাকালে কাদা ও পানি জমে চলাচল একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। সিএনজি চালক মুসা মিয়া বলেন, “প্রতিদিন এই রাস্তায় ঝুঁকি নিয়ে চলতে হয়। শরীর ব্যথা করে, গাড়িরও বড় ক্ষতি হয়।”
মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাফিয়া সুলতানা জানায়, “স্কুলে যেতে কষ্ট হয়, বৃষ্টির দিনে জামাকাপড় ভিজে যায়, কাদায় পড়ে গিয়ে চোট পাই।”
স্থানীয় শিক্ষক ও সাংবাদিক কামরুল ইসলাম বলেন, “এই সড়কটি নবীনগরের কয়েকটি ইউনিয়নের জীবনরেখা। প্রতিদিন হাজারো মানুষ—শিক্ষার্থী, কৃষক, রোগী—এই পথ দিয়ে চলাচল করে। অথচ বছরের পর বছর পেরিয়ে গেলেও কোনো সংস্কারের উদ্যোগ দেখা যায়নি।”
এলাকাবাসীর দাবি, শ্যামগ্রাম-সলিমগঞ্জ সড়কটি পূর্ণাঙ্গভাবে সংস্কার করতে হবে। এটি শুধু একটি সড়ক নয়, এটি জনজীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। দ্রুত সংস্কার না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।
জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরের শ্যামগ্রাম-সলিমগঞ্জ সড়কের বেহাল দশা, এলাকাবাসীর ক্ষোভ

আপডেট সময় :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম-সলিমগঞ্জ আঞ্চলিক সড়কের বেহাল অবস্থা নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও যাত্রীরা। বিশেষ করে কুলাশিং থেকে দেবদারু মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা এখন খানাখন্দ আর গর্তে ভরা। এতে প্রতিনিয়ত ঘটছে যানবাহন বিকল, দুর্ঘটনা এবং যাত্রী দুর্ভোগ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটির কোনো সংস্কার হয়নি। বর্ষাকালে কাদা ও পানি জমে চলাচল একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। সিএনজি চালক মুসা মিয়া বলেন, “প্রতিদিন এই রাস্তায় ঝুঁকি নিয়ে চলতে হয়। শরীর ব্যথা করে, গাড়িরও বড় ক্ষতি হয়।”
মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাফিয়া সুলতানা জানায়, “স্কুলে যেতে কষ্ট হয়, বৃষ্টির দিনে জামাকাপড় ভিজে যায়, কাদায় পড়ে গিয়ে চোট পাই।”
স্থানীয় শিক্ষক ও সাংবাদিক কামরুল ইসলাম বলেন, “এই সড়কটি নবীনগরের কয়েকটি ইউনিয়নের জীবনরেখা। প্রতিদিন হাজারো মানুষ—শিক্ষার্থী, কৃষক, রোগী—এই পথ দিয়ে চলাচল করে। অথচ বছরের পর বছর পেরিয়ে গেলেও কোনো সংস্কারের উদ্যোগ দেখা যায়নি।”
এলাকাবাসীর দাবি, শ্যামগ্রাম-সলিমগঞ্জ সড়কটি পূর্ণাঙ্গভাবে সংস্কার করতে হবে। এটি শুধু একটি সড়ক নয়, এটি জনজীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। দ্রুত সংস্কার না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।
জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।