বান্দরবানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে গতিশীলতা বাড়াতে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
শহর সমাজ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা বাড়াতে বান্দরবানে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল সোমবার সকালে বান্দরবান শহর সমাজসেবা কার্যালয় এর আয়োজনে শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম।
সমাজসেবা কর্মকর্তা মো.শফিকুল ইসলাম, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বান্দরবান শহর সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে পরিচালিত বিভিন্ন ওয়ার্ডের কর্মদল এর সদস্য,সংবাদকর্মী এবং শহর সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন্ কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।
দুইদিনব্যাপী এই প্রশিক্ষণে ৩০জন প্রশিক্ষনার্থীকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা, আর্থ সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি এবং শহর সমাজ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ওয়ার্ড কমিটির দায়িত্ব ও কর্তব্য, কর্মদল ও গ্রাম কমিটি গঠন,দলের সদস্যদের দায়িত্ব-কর্তব্য,দলীয় সঞ্চয় ও ঋনের কিস্তি পরিশোধ নিয়ে বিশদ প্রশিক্ষণ দেবে প্রশিক্ষকেরা।
আয়োজকেরা জানান, বান্দরবান পৌর এলাকায় ক্ষুদ্র ব্যবসা, হাঁস-মুরগি পালন, গাভী পালন ও কৃষি কাজের জন্য বান্দরবান শহর সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে এই পর্যন্ত ৯টি ওয়ার্ডের ৯০টি কর্মদল গঠন করা হয়েছে , আর কর্মদলের প্রায় ৪হাজার সদস্যদের আর্থিক অবস্থার উন্নয়নে প্রায় ১কোটি টাকার উপরে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে। আগামীতেও বিভিন্ন কর্মদল এর মধ্যে এই সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান অব্যাহত থাকবে।