ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo কাশিয়ানীতে যুবকের মরদেহ উদ্ধার Logo মহেশখালীতে হত্যা চেষ্টা ও ডাকাতির প্রস্তুতি মামলার ৭ আসামি গ্রেপ্তার Logo ইসলামপুরে মিথ্যাচার ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo সালথা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক সাইফুল Logo কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা Logo রুপগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড Logo বাগেরহাটে বিআরটিসি গাড়ির অবৈধ কাউন্টার ও মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র, নসিমন, করিমন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন Logo জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত Logo বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বড়াইগ্রাম শাখা অফিস শুভ উদ্বোধন Logo পার্লামেন্ট ভেঙে দেওয়া ‘সংবিধানবিরোধী’, পুনর্বহালের দাবি নেপালের অধিকাংশ রাজনৈতিক দলের

৯ কোটি টাকার দূর্নীতির অভিযুক্ত আসামী এখন ফেনী পোষ্ট অফিসের পরিদর্শক

এম এ রহমান দুলাল ভুইয়া, ফেনী
  • আপডেট সময় : ৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দূর্নীতির অভিযোগ অভিযুক্ত সাবেক লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার সেই পরিদর্শক আব্দুর রহমান এখন ফেনী পোস্ট অফিসের পরিদর্শক হিসেবে যোগদান করেছেন।
আব্দুর রহমান এর গত ১৭ বছরের দূর্নীতির ফিরিস্তি তুলে ধরেছেন লক্ষ্মীপুর জেলার সাংবাদিক বিবি রায় চৌধুরী ও সাংবাদিক রাসেল। পরবতীর্তে তখন আব্দুর রহমান তিনি লক্ষ্মীপুর প্রেসক্লাব এর সভাপতি/সম্পাদক কে দিয়ে এই দুই সাংবাদিক কে ম্যানেজ করার জন্য ৫ লক্ষ টাকা দেওয়ার চেষ্টায় ব্যর্থ হওয়ায় আবদুর রহমান তাহাকে ওএসডি করে চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় পোস্ট মাস্টার জেনারেল এর অফিসে রাখা হয়। এবং তার বিরুদ্ধে ২৬শে ফেব্রয়ারী ২০২৪ ইং জারীকৃত দুর্ণিতী দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার নথি নং – ০০,০১,৭৫০০,৬১৪, ০১,০৩৬,১৯ মোতাবেক এবং স্মারক নং – ০০,০০০০,,৬০৪, ১২,০০১,২৪,২ বিভাগীয় ব্যবস্হাগ্রহন অনুযায়ী) এই আবদুর রহমান কে গত ১৭ /০৩/২০০৭, ১৮/০৯/২০১১ থেকে ১২/০৬/২০১৪ ইং তারিখ পযন্ত পরিদর্শক হিসাবে লক্ষীপুর রামগঞ্জ উপ-বিভাগ লক্ষীপুরের দায়িত্ব পালনকালে তিনি খিলপাড়া উপ- ডাকঘরের ০৪/০১/২০১২, ২৪ও ২৫ /০৪/২০১২, ০১/০৭/২০১২, ও১৪/১০/২০১২ তারিখে এবং কড়িহাটি উপ- ডাকঘরে ২২/১২/১১, ২৬/০৪/২০১২, ও ১৯/০৪/২০১২ তারিখে পরিদর্শন / তে ব্রিফিকেশন করে। কড়িহাটি পরিদর্শন কালে আসামী আবদুর রহমান নুর করিম ও মিজানুর রহমান কাগজে কলমে বদলিকৃত কর্মস্হল ধরতে পারেনি। সঞ্চয় পএের চালান হিসাবভুক্ত ইত্যাদি সংক্রান্ত তার কোন মন্তব্য ছিল না। পরিদর্শন কালে দৈব্য চয়নের ভিক্তিতে ( Randomly) ১০টি পাশবই ও স্হিতি যাচাইয়ের জন্য এস বি – ৪৬, জাবির নিয়ম থাকলেও দায়িত্বে অবহেলা ও অদক্ষতার কারণে তিনি তা করেন নি দায়িত্ব অবহেলা ও অদক্ষতার কারণে সাধারণ হিসাব খাতে ১,৫৩, ০০০ টাকা মেয়াদী হিসাব খাতে ৪,১০,৬০০/= টাকা ও সঞ্চয় পএেখাতে ৩৫,,২৫, ০০০/= টাকা সহ মোট – ৪০, ৮৮,৬০০/= এবং নুর করিম, মিজানুর রহমান নামীয় পোস্ট মাষ্টার গন তার যোগসাজসে ৮, ৬২,৫০০/= আত্বস্বাত করেছে । এছাড়াও তিনি লক্ষীপুর পোস্ট অফিসের লক্ষ লক্ষ টাকার রড আত্বস্বাত করেছেন সে বিষয়ে বিশাল বিভাগীয় অবিযোগ রয়েছে ।
বহু রুপের রূপায়িত ব্যক্তি আব্দুর রহমান এখন অন্য রুপে ফেনীতে আগমন করছেন অনেক টাকার বিনিময়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৯ কোটি টাকার দূর্নীতির অভিযুক্ত আসামী এখন ফেনী পোষ্ট অফিসের পরিদর্শক

আপডেট সময় :

দূর্নীতির অভিযোগ অভিযুক্ত সাবেক লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার সেই পরিদর্শক আব্দুর রহমান এখন ফেনী পোস্ট অফিসের পরিদর্শক হিসেবে যোগদান করেছেন।
আব্দুর রহমান এর গত ১৭ বছরের দূর্নীতির ফিরিস্তি তুলে ধরেছেন লক্ষ্মীপুর জেলার সাংবাদিক বিবি রায় চৌধুরী ও সাংবাদিক রাসেল। পরবতীর্তে তখন আব্দুর রহমান তিনি লক্ষ্মীপুর প্রেসক্লাব এর সভাপতি/সম্পাদক কে দিয়ে এই দুই সাংবাদিক কে ম্যানেজ করার জন্য ৫ লক্ষ টাকা দেওয়ার চেষ্টায় ব্যর্থ হওয়ায় আবদুর রহমান তাহাকে ওএসডি করে চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় পোস্ট মাস্টার জেনারেল এর অফিসে রাখা হয়। এবং তার বিরুদ্ধে ২৬শে ফেব্রয়ারী ২০২৪ ইং জারীকৃত দুর্ণিতী দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার নথি নং – ০০,০১,৭৫০০,৬১৪, ০১,০৩৬,১৯ মোতাবেক এবং স্মারক নং – ০০,০০০০,,৬০৪, ১২,০০১,২৪,২ বিভাগীয় ব্যবস্হাগ্রহন অনুযায়ী) এই আবদুর রহমান কে গত ১৭ /০৩/২০০৭, ১৮/০৯/২০১১ থেকে ১২/০৬/২০১৪ ইং তারিখ পযন্ত পরিদর্শক হিসাবে লক্ষীপুর রামগঞ্জ উপ-বিভাগ লক্ষীপুরের দায়িত্ব পালনকালে তিনি খিলপাড়া উপ- ডাকঘরের ০৪/০১/২০১২, ২৪ও ২৫ /০৪/২০১২, ০১/০৭/২০১২, ও১৪/১০/২০১২ তারিখে এবং কড়িহাটি উপ- ডাকঘরে ২২/১২/১১, ২৬/০৪/২০১২, ও ১৯/০৪/২০১২ তারিখে পরিদর্শন / তে ব্রিফিকেশন করে। কড়িহাটি পরিদর্শন কালে আসামী আবদুর রহমান নুর করিম ও মিজানুর রহমান কাগজে কলমে বদলিকৃত কর্মস্হল ধরতে পারেনি। সঞ্চয় পএের চালান হিসাবভুক্ত ইত্যাদি সংক্রান্ত তার কোন মন্তব্য ছিল না। পরিদর্শন কালে দৈব্য চয়নের ভিক্তিতে ( Randomly) ১০টি পাশবই ও স্হিতি যাচাইয়ের জন্য এস বি – ৪৬, জাবির নিয়ম থাকলেও দায়িত্বে অবহেলা ও অদক্ষতার কারণে তিনি তা করেন নি দায়িত্ব অবহেলা ও অদক্ষতার কারণে সাধারণ হিসাব খাতে ১,৫৩, ০০০ টাকা মেয়াদী হিসাব খাতে ৪,১০,৬০০/= টাকা ও সঞ্চয় পএেখাতে ৩৫,,২৫, ০০০/= টাকা সহ মোট – ৪০, ৮৮,৬০০/= এবং নুর করিম, মিজানুর রহমান নামীয় পোস্ট মাষ্টার গন তার যোগসাজসে ৮, ৬২,৫০০/= আত্বস্বাত করেছে । এছাড়াও তিনি লক্ষীপুর পোস্ট অফিসের লক্ষ লক্ষ টাকার রড আত্বস্বাত করেছেন সে বিষয়ে বিশাল বিভাগীয় অবিযোগ রয়েছে ।
বহু রুপের রূপায়িত ব্যক্তি আব্দুর রহমান এখন অন্য রুপে ফেনীতে আগমন করছেন অনেক টাকার বিনিময়।