নগরকান্দায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” এই স্লোগান কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ এর আয়োজনে আজ শনিবার সকাল সাড়ে দশটায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা কাল্ব এর ব্যবস্থাপক মুন্না বেপারীর সঞ্চালনায় উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা শহীদ মুক্তিযোদ্ধা আকরামুনেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব আলী মিয়া, নগরকান্দা প্রেস ক্লাব এর সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মিজানুর রহমান মিজান, বিলগোবিন্দপুর পানি ব্যবস্থাপনা লিমিটেড এর সহ- সভাপতি শাজাহান সরদার, তালমা ইউনিয়ন কাল্ব এর সভাপতি সিরাজ খলিফা, নগরকান্দা নারি শ্রমজীবী সমিতির কোষাধক্ষ রহিমা আক্তারী সহ নগরকান্দা সমবায় সমিতির সদস্যগণ ।




















