সংবাদ শিরোনাম ::
পাটকেলঘাটায় সানসেট পড়ে এক মহিলার মৃত্যু
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
- আপডেট সময় : ৬২ বার পড়া হয়েছে
পাটকেলঘাটার পল্লীতে গতকাল সকাল ৯টার দিকে পুরাতন ঘরের সানসেট ভেঙ্গে মাথার উপর পড়ে ৩ সন্তানের জননী চন্দ্রা রানী মন্ডল (৪৫) নিহত হয়।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, পাটকেলঘাটা পাকশিয়া গ্রামের সনাতন মন্ডল তার পুরাতন ইটের ঘরের সানসেট ভেঙ্গে ফেলছিল গতকাল সকাল ৯টার দিকে। ঐ সময় সনাতনের স্ত্রী চন্দ্রা রানী সানসেটের তলা দিয়ে যাওয়ার সময় ভাঙ্গা সানসেট এসে পড়ে চন্দ্রা রানীর মাথার উপর। ঐ সময় তিনি আহত হন। স্বামী সনাতন মন্ডল দ্রুত গ্রাম্য ডাক্তারকে খবর দিলে চিকিৎসা দেওয়ার পূর্বে চন্দ্রা রানীর মৃত্যু হয়।


















