নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে বিশ্বনাথে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের উদ্বোধন
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
তরুণদের ক্ষমতায়ন, জেন্ডার বৈষম্য দূরীকরণ এবং নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত “সমতায় তারুণ্য (Youth for Equality)” প্রকল্পের আওতায় সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ উদ্বোধনী ও সচেতনতামূলক কর্মসূচি।
আজ বুধবার বিশ্বনাথ উপজেলার মাদারুকা এলাকার দেমাশাদ উচ্চ বিদ্যালয় ও ব্রিটিশ গ্রামে মরহুম হাজী হুশিয়ার আলী তালুকদারের বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির মূল বিষয় ছিল— “মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক কুসংস্কার ও ভুল ধারণা নিরসন”।
এই কর্মসূচি আয়োজন করে সিলেট ফ্রিডম ইয়ুথ ক্লাব, যা ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত একটি যুবনেতৃত্বাধীন সংগঠন (YLO) এবং যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে নিবন্ধিত প্রতিষ্ঠান।
কর্মসূচিতে ৫ম থেকে ৮ম শ্রেণির মোট ২৪ জন ছাত্রী অংশগ্রহণ করে। আলোচনায় বক্তারা মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক প্রচলিত কুসংস্কার, সামাজিক প্রতিবন্ধকতা ও ভুল ধারণা দূরীকরণে সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যালয় ও সমাজে মেয়েদের জন্য নিরাপদ, সহায়ক ও ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে স্থানীয় সরকারের ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইয়ান সুইলিয়ান্স।
এছাড়া উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারি মাশফিকা জামান সাটায়ার, সিনিয়র পলিসি অ্যাডভাইজার (জেন্ডার ও সিভিল সোসাইটি) বার্ড ইজিং, এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ–এর প্রতিনিধিবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ, ডিবি কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, বিশ্বনাথ যুব উন্নয়ন অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ম্যানেজারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট ফ্রিডম ইয়ুথ ক্লাবের সভাপতি ও তরুণ উদ্যোক্তা মো. ইমতিয়াজ কামরান তালুকদার।
উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কামাল আহমদ দুর্জয়, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান, তথ্যপ্রযুক্তি ও শিক্ষা সম্পাদক সামিয়া আক্তার লিনা, প্রচার ও দপ্তর সম্পাদক নাইমা সিদ্দিকা, মহিলা সম্পাদক শীলা রানী বিশ্বাস, সাংবাদিক মো. কামাল হোসেনসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, ‘সমতায় তারুণ্য’ প্রকল্প তরুণ সমাজকে নেতৃত্বে এনে জেন্ডার স্টেরিওটাইপ, সহিংসতা প্রতিরোধ ও সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছে। এর মাধ্যমে তরুণরা অনলাইন সুরক্ষা, মিডিয়া লিটারেসি, শিক্ষা ও সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে নিজেদের দক্ষতা বৃদ্ধি করছে।




















