রামুতে ছোট আগলা পাড়ায় নির্মিত প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন
- আপডেট সময় : ১০০ বার পড়া হয়েছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্গম পার্বত্য এলাকার মানবিক উন্নয়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, তারই অংশ হিসেবে বান্দরবান জেলার আলীকদম থানাধীন কুরুকপাতা ইউনিয়নের ছোট আগলা পাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ সম্পন্ন করে উদ্বোধন করা হয়েছে। গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ নবনির্মিত ছোট আগলা পাড়া প্রাথমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ব্যাটালিয়নের নিজস্ব অর্থায়নে নির্মিত এ বিদ্যালয়টি ছোট আগলা বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার আলো পৌঁছে দিতে বিজিবির এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ও আনন্দের সৃষ্টি করেছে।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ ছোট আগলা বিওপি’র বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়টির সুষ্ঠু পরিচালনার জন্য অধিনায়ক স্থানীয় কারবারীর হাতে নগদ অর্থ হস্তান্তর করেন। পাশাপাশি ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টারসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের কার্যক্রমও চলমান রয়েছে।
উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “অপারেশন উত্তরণ”–এর আওতায় বিজিবি বহু বছর ধরে সীমান্ত রক্ষার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের জনগণের উন্নয়নে কাজ করছে। বিনামূল্যে চিকিৎসা সেবা, আর্থিক সহায়তা, খাদ্য ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর পারস্পরিক সম্প্রীতি আরও দৃঢ় করেছে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় স্থানীয় জনগণ বিদ্যালয় স্থাপনের মাধ্যমে তাদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হওয়ায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। অধিনায়ক তাদের প্রতিটি বিষয়ে গুরুত্ব দেওয়ার আশ্বাস প্রদান করেন।
বিজিবির এ উদ্যোগ স্থানীয় জনগণের উন্নয়ন, আস্থা ও পারস্পরিক সম্প্রীতির সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা যাচ্ছে।
















