ময়মনসিংহে শীতের প্রকোপ বৃদ্ধি
- আপডেট সময় : ৫২ বার পড়া হয়েছে
উত্তর ময়মনসিংহে জেকেঁ বসেছে শীত।শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়া নিম্নে আয়ের মানুষ কষ্টে দিনাতিপাত করছে। ভোরে ও সন্ধ্যার পর হাট-বাজার সহ পথে ঘাটে মানুষের চলাচল কমে গেছে।ময়মনসিংহের উত্তরে ভারতের হিমালয় পাতদেশ থেকে পশ্চিম উত্তর কোন থেকে নেমে আসা শীতল হাওয়া বয়ে যাওয়া কনকনে শীত পরেছে।কৃষি ও মৎস্য শ্রমিকরা শীতের কারণে স্বাভাবিক কাজ কর্মে ব্যাঘাত ঘরছে।শীতে বৃদ্ধ নর নারী ও শিশুরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে। তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য উপঃ কর্মকর্তা অভিজিৎলৌহ জানান, প্রতিদিন শত শত বৃদ্ধ নর-নারী ও শিশুর ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।উত্তর ময়মনসিংহের গৌরীপুর, তারাকান্দা,ফুলপুর,হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা শীতের প্রকোপ বাড়ছে। নিম্ন আয়ের মানুষ গরম কাপড়ের দোকানে ভীড় করছে। গভীর রাতে ঘন কুয়াশা শীতে কোনঠাসা হয়ে পড়েছে দরিদ্র অসহায় নিম্নয়ের মানুষ। তারাকান্দা উপজেলার পূর্বপাড়া গ্রামের দোকানদার অনি জানান এই শীতে দোকানপাট সন্ধ্যার পরে খোলা রাখা অসম্ভব হয়ে পড়ে, শীতে জনগণের আনাগোনা কমে যাওয়ায় সন্ধ্যার পরে দোকান বন্ধ করে ফেলতে হয়।এবং গোয়াতলা গ্রামের কৃষি শ্রমিক চান মিয়া, সজল মিয়া পশ্চিম তালদিঘী গ্রামের মৎস্য শ্রমিক আনোয়ার হোসেন ও শামসুদ্দিন জানান, অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সময় শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়া স্বাভাবিক কাজকর্ম কমে গেছে। শীত নিবারণের জন্য নির্ময়ের মানুষ খর কুটি পুড়ে ও খর লাকড়ী আগুন ধরে তাপ নিচ্ছে।















