গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিতে মুক্ত সংবাদমাধ্যমের বিকল্প নাই: তথ্য প্রতিমন্ত্রী
 
																
								
							
                                - আপডেট সময় : ৫২৯ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিতে মুক্ত সংবাদমাধ্যমের বিকল্প নাই।
সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ বা নজরদারিতে বিশ্বাসী নয় হাসিনা সরকার। গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিতে মুক্ত সংবাদমাধ্যমের বিকল্প নাই।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওনাব) কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী গঠনমূলক সমালোচনার ক্ষেত্রে সরকার উদার। দায়িত্ব পালনে ভুলভ্রান্তি থাকতেই পারে। বর্তমানে ৪২৬টি অনলাইন রয়েছে এর মধ্যে নিবন্ধিত মূল ধারার অনলাইন সংবাদমাধ্যমে রয়েছে ২১৩টি। আরও কিছু প্রক্রিয়াধীন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, নতুন কেউ অনলাইন নিউজ পোর্টাল নিয়ে আসতে চাইলে তাদের নিজেদের প্রমাণ করার সময় দেয়া দরকার। আর যারা অনিবন্ধিত, আমি মনে করি, অবৈধভাবে কোনো কিছু সঠিক না, তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে না। সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেবো।
এসময় অনলাইন নিউজ পোর্টাল এর নিবন্ধন ফি কমানো ও প্রতিবছর লাইসেন্স নবায়নের নিয়ম বাতিলের দাবি তোলেন সংগঠনের নেতৃবৃন্দ।
 
																			
























