‘ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, রেজাল্ট নিয়ে ঘরে ফিরবেন’
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
ভোটের দিন ফজর নামাজ পড়ে সকলকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন। ভোট দিয়ে কেন্দ্রে অবস্থান করবেন এবং রেজাল্ট নিয়ে ঘরে ফিরার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ করেছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
গত সোমবার বিকেলে মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় বেগম সুফিয়া শওকত কলেজ মাঠের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আপনাদের খেদমত করতে গিয়ে আমি মিথ্যা মামলার শিকার হয়ে ১৩ বছর দেশের বাইরে থাকতে হয়েছে। আমি আশা করি আগে আপনারা যেভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবারও অতীতের থেকে বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন।
এসময় তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে কিন্তু বর্তমানে জামায়াতে ইসলামী ফ্যাসিস্টের মতোই আচরন করছে।
ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জনসভায় অংশগ্রহণ করতে আসার পথে উপজেলার নবীপুর,মোচাগাড়া,যাত্রাপুর,মির্জাপুর, গাজীপুর,চাপিতলায়ও পথসভায় বক্তব্য দেন। পথসভায় নারী পুরুষ ও তরুণদের উপস্থিতি জনসভায় রুপ নেয়। দাদাভাই দাদাভাই, ধানের শীষ স্লোগানে মুখর হয়ে উঠে গ্রামাঞ্চল।
যাত্রা পথে সড়কের দুই পাশে হাত উঁচিয়ে সালাম জানান উৎসুক জনতা। আপনি ই এমপি হবেন দাদাভাই ‘ এমন আশ্বাশ দিয়ে সাবেক মন্ত্রী কায়কোবাদের সাথে মুসাফাহ করেন জনতা। এ সময় দীর্ঘ ১৩ বছর পর সাবেক মন্ত্রী কায়কোবাদকে দেখতে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন অনেক নারী পুরুষ। কান্না কণ্ঠে বলেন দাদাভাই আপনারে যে দেখছি এইডায়ে আল হামদুলিল্লাহ! আমরা আপনারেই এমপি বানায়াম।
মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, শাহ আলম সরকার, হাজী ইদ্রিস, নজরুল ইসলাম, ফারুক সরকার মুজিব, আমজাদ আলী তসু, জহির সিদ্দিকী, জামাল হোসেন। উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান আহম্মেদ, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহাম্মদ বাদশা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা রীমা।
কাজী সফিক ও ছাত্রদল নেতা মীর জাহিদ হাসান সম্রাটের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সালাউদ্দিন আহমেদ বাদল, সাইফ উদ্দিন তুহিন, মীর হাসান ইকবাল, হাজী রুকন উদ্দিন, নজরুল ইসলাম, সাহাব উদ্দিন, কুতুব উদ্দিন কলি, হাবীবুর রহমান প্রমুখ।



















