ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::

প্রত্যাশা, প্রাতিষ্ঠানিক গণতন্ত্র

শাহাদাত হোসেন শাহিন
  • আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও বাকস্বাধীনতার আবহে দেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্ঠার ট্রেন এগিয়ে চলছে। দেশবাসীর সঙ্গে আমরাও একই ট্রেনের যাত্রী। সমাজের সর্বস্তরে মানুষের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য নিরসন, দেশ ও জাতির সমৃদ্ধি, জাতীয় অর্থনীতির মজবুত ভিত প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে দৈনিক গণমুক্তি আজ ৫৩ বছরের পদার্পণ করলো।
গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, দেশ ও জাতির স্বার্থে অবিচল পথচলার বিগত ৫২ বছরের মানুষের যাপিত জীবনের চিত্র ধারণ করার পাশাপাশি আমাদের প্রিয় বাংলাদেশের উন্নয়নের স্বপক্ষে সব সময়ই সরব দৈনিক গণমুক্তি। সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতির বোধবোধ সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার তাগিদ রেখেছে আমাদের।
সকল প্রয়াসে। আমাদের এই প্রয়াসে ছাত্র-জনতার রক্তঝরা আন্দোলন দেশবাসীর মনে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা নতুন করে গতি সঞ্চার করেছে।
মহান মুক্তিযুদ্ধের পর জনগণের অধিকার আদায়ে উচ্চকণ্ঠ দেওয়ার ঘটনা দ্বিতীয়টি হচ্ছে জুলাই-গণঅভ্যুত্থান। রাষ্ট্রযন্ত্রে শৃঙ্খলাবদ্ধ করার সংগ্রামই আজ প্রয়াস জাতীয় সংসদ নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে মত প্রকাশের স্বাধীন পরিবেশের স্বাদ পাচ্ছে জাতি। এ অবস্থায় দেশবাসীর প্রত্যাশা— সকল ধর্ম, বর্ণ ও মতের সমন্বয়ে গড়ে উঠুক জাতীয় ঐক্য। গণতন্ত্রের মৌলিক চেহারা উপহার দিতে রাজনৈতিক দলগুলোর জাতীয় স্বার্থেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ছাত্র-জনতার আত্মত্যাগের মূল্যায়ন যেন কোনোভাবেই রূপান্তর কমলে না পড়ে—দেশবাসীর এমন প্রত্যাশার সঙ্গী আমরাও।

আমাদের সম্পাদকীয় নীতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে সবসময়ই চ্যালেঞ্জ গ্রহণ করে দৈনিক গণমুক্তি তার পথচলায় আত্মবিশ্বাসী। দৈনিক গণমুক্তি প্রতিষ্ঠালগ্ন থেকেই মহান মুক্তিযুদ্ধের চেতনার দূর অবস্থান গ্রহণ করে আসছে। আমরা চাই, প্রাতিষ্ঠানিক গণতন্ত্র নিশ্চিত হোক। আমরা আশা করি—দেশের প্রতিটি নাগরিক, রাজনৈতিক দলসহ গোটা রাষ্ট্রব্যবস্থায় সংশ্লিষ্ট জাতীয় উন্নয়নের স্বপক্ষে নতুন করে ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান গ্রহণ করবেন।

৫৩ বছরের পদযাত্রার এই আনন্দ সুন্দর মুহূর্ত আমাদের পিঠ ফিরে দেখার তাগিদ অনুভব করছি। গণমুক্তির যাত্রা শুরু হয় ১৯৭২ সালে অর্ধ-সাপ্তাহিকের মাধ্যমে। অর্ধ-সাপ্তাহিক থেকে ১৯৭৬ সালে সাপ্তাহিক হিসেবে যাত্রা শুরু করে গণমুক্তি। এরপর ১৯৮১ সালে দৈনিক পত্রিকা হিসেবে পাঠক মহলে গ্রহণযোগ্যতা অর্জনে সক্ষম হয় গণমুক্তি। ১৯৯৯ সালে দৈনিক পত্রিকা হিসেবে সরকারি ঘোষণাপত্র পাওয়ার পর থেকে গণমুক্তি আত্মবিশ্বাসী যাত্রা শুরু করে। পাঠকদের সাড়া পেয়ে গণমুক্তি দায়িত্বশীল ভূমিকা রেখেই প্রকাশিত হয়ে আসছে বিগত ৫২ বছর ধরে। প্রতিষ্ঠাকাল থেকে ৩০ জানুয়ারি ২০০১ সাল পর্যন্ত সম্পাদক ও প্রকাশকের দায়িত্বে ছিলেন সাবেক সংসদ সদস্য রহমান রোকন। ২০০১ সাল থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক ও বিজ্ঞাপনদাতাদের প্রচেষ্টায় ধীরে ধীরে সারাদেশে গণমুক্তির পাঠকপ্রিয়তা বাড়ার মধ্যে দিয়ে আজ সকল মহলে সমাদৃত।

৫২ বছর অব্যাহত পথচলা একটি পত্রিকার জন্য মোটেও কম সময় নয়। ৫৩ বছরের পদার্পণের এই শুভক্ষণে আমাদের দৃঢ় উচ্চারণ— গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা অঙ্গীকারবদ্ধ। স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ, ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীন সাংবাদিকতার মশাল নিয়েই এগিয়ে যাবে দৈনিক গণমুক্তি। দৈনিক গণমুক্তির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের অগ্রযাত্রায় পাঠকবৃন্দ, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে এ বিশ্বাস আছে। সত্য, সাহসী এবং দায়িত্বশীল সাংবাদিকতার পথ পরিক্রমায় দৈনিক গণমুক্তি তার লক্ষ্য পৌঁছাতে সব সময়ই অবিচল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রত্যাশা, প্রাতিষ্ঠানিক গণতন্ত্র

আপডেট সময় :

পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও বাকস্বাধীনতার আবহে দেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্ঠার ট্রেন এগিয়ে চলছে। দেশবাসীর সঙ্গে আমরাও একই ট্রেনের যাত্রী। সমাজের সর্বস্তরে মানুষের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য নিরসন, দেশ ও জাতির সমৃদ্ধি, জাতীয় অর্থনীতির মজবুত ভিত প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে দৈনিক গণমুক্তি আজ ৫৩ বছরের পদার্পণ করলো।
গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, দেশ ও জাতির স্বার্থে অবিচল পথচলার বিগত ৫২ বছরের মানুষের যাপিত জীবনের চিত্র ধারণ করার পাশাপাশি আমাদের প্রিয় বাংলাদেশের উন্নয়নের স্বপক্ষে সব সময়ই সরব দৈনিক গণমুক্তি। সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতির বোধবোধ সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার তাগিদ রেখেছে আমাদের।
সকল প্রয়াসে। আমাদের এই প্রয়াসে ছাত্র-জনতার রক্তঝরা আন্দোলন দেশবাসীর মনে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা নতুন করে গতি সঞ্চার করেছে।
মহান মুক্তিযুদ্ধের পর জনগণের অধিকার আদায়ে উচ্চকণ্ঠ দেওয়ার ঘটনা দ্বিতীয়টি হচ্ছে জুলাই-গণঅভ্যুত্থান। রাষ্ট্রযন্ত্রে শৃঙ্খলাবদ্ধ করার সংগ্রামই আজ প্রয়াস জাতীয় সংসদ নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে মত প্রকাশের স্বাধীন পরিবেশের স্বাদ পাচ্ছে জাতি। এ অবস্থায় দেশবাসীর প্রত্যাশা— সকল ধর্ম, বর্ণ ও মতের সমন্বয়ে গড়ে উঠুক জাতীয় ঐক্য। গণতন্ত্রের মৌলিক চেহারা উপহার দিতে রাজনৈতিক দলগুলোর জাতীয় স্বার্থেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ছাত্র-জনতার আত্মত্যাগের মূল্যায়ন যেন কোনোভাবেই রূপান্তর কমলে না পড়ে—দেশবাসীর এমন প্রত্যাশার সঙ্গী আমরাও।

আমাদের সম্পাদকীয় নীতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে সবসময়ই চ্যালেঞ্জ গ্রহণ করে দৈনিক গণমুক্তি তার পথচলায় আত্মবিশ্বাসী। দৈনিক গণমুক্তি প্রতিষ্ঠালগ্ন থেকেই মহান মুক্তিযুদ্ধের চেতনার দূর অবস্থান গ্রহণ করে আসছে। আমরা চাই, প্রাতিষ্ঠানিক গণতন্ত্র নিশ্চিত হোক। আমরা আশা করি—দেশের প্রতিটি নাগরিক, রাজনৈতিক দলসহ গোটা রাষ্ট্রব্যবস্থায় সংশ্লিষ্ট জাতীয় উন্নয়নের স্বপক্ষে নতুন করে ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান গ্রহণ করবেন।

৫৩ বছরের পদযাত্রার এই আনন্দ সুন্দর মুহূর্ত আমাদের পিঠ ফিরে দেখার তাগিদ অনুভব করছি। গণমুক্তির যাত্রা শুরু হয় ১৯৭২ সালে অর্ধ-সাপ্তাহিকের মাধ্যমে। অর্ধ-সাপ্তাহিক থেকে ১৯৭৬ সালে সাপ্তাহিক হিসেবে যাত্রা শুরু করে গণমুক্তি। এরপর ১৯৮১ সালে দৈনিক পত্রিকা হিসেবে পাঠক মহলে গ্রহণযোগ্যতা অর্জনে সক্ষম হয় গণমুক্তি। ১৯৯৯ সালে দৈনিক পত্রিকা হিসেবে সরকারি ঘোষণাপত্র পাওয়ার পর থেকে গণমুক্তি আত্মবিশ্বাসী যাত্রা শুরু করে। পাঠকদের সাড়া পেয়ে গণমুক্তি দায়িত্বশীল ভূমিকা রেখেই প্রকাশিত হয়ে আসছে বিগত ৫২ বছর ধরে। প্রতিষ্ঠাকাল থেকে ৩০ জানুয়ারি ২০০১ সাল পর্যন্ত সম্পাদক ও প্রকাশকের দায়িত্বে ছিলেন সাবেক সংসদ সদস্য রহমান রোকন। ২০০১ সাল থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক ও বিজ্ঞাপনদাতাদের প্রচেষ্টায় ধীরে ধীরে সারাদেশে গণমুক্তির পাঠকপ্রিয়তা বাড়ার মধ্যে দিয়ে আজ সকল মহলে সমাদৃত।

৫২ বছর অব্যাহত পথচলা একটি পত্রিকার জন্য মোটেও কম সময় নয়। ৫৩ বছরের পদার্পণের এই শুভক্ষণে আমাদের দৃঢ় উচ্চারণ— গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা অঙ্গীকারবদ্ধ। স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ, ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীন সাংবাদিকতার মশাল নিয়েই এগিয়ে যাবে দৈনিক গণমুক্তি। দৈনিক গণমুক্তির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের অগ্রযাত্রায় পাঠকবৃন্দ, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে এ বিশ্বাস আছে। সত্য, সাহসী এবং দায়িত্বশীল সাংবাদিকতার পথ পরিক্রমায় দৈনিক গণমুক্তি তার লক্ষ্য পৌঁছাতে সব সময়ই অবিচল।