সংবাদ শিরোনাম ::
পাথরঘাটায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
- আপডেট সময় : ৪২ বার পড়া হয়েছে
বরগুনার পাথরঘাটা উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।
নৌবাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসের সামনে একটি ভাড়াকৃত বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বামী মো. নুরুজ্জামান শেখ (৩৫) ও স্ত্রী আসমা আক্তার সাথী (২৪) কে আটক করা হয়। তারা উভয়েই পাথরঘাটাসদর ইউনিয়নের বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, ২টি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক জানান, আটককৃত দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



















