বাজেট অধিবেশন শুরু, কাল বাজেট পেশ

- আপডেট সময় : ০৬:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ৩৪৪ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। এটি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন ও চলতি বছরের তৃতীয় অধিবেশন। অধিবেশনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সংসদে আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করা হবে।
বুধবার (৫ জুন) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হয়।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সংসদে প্রস্তাবি বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটের ওপর সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন পাস হবে।
অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- এবি তাজুল ইসলাম, মো. শাহাব উদ্দিন, মো. শাহরিয়ার আলম, সালমা ইসলাম ও ফরিদা ইয়াসমিন।