ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo বিদেশী ও দেশি বিনিয়োগকারীদের সাথে জামায়াত সেক্রেটারি জেনারেলের বৈঠক Logo মুন্সিগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদে প্রশাসনের অ্যাকশন Logo এসএসসি ও সমমান পরিক্ষা শুরু মুন্সিগঞ্জে অংশনিচ্ছে মোট ১৬হাজার ২শ ৩০পরিক্ষার্থী Logo রামু প্রেস ক্লাবের জরুরী সভায় অপসাংবাদিকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার  Logo এসএসসি ও সমমানের পরীক্ষায় ময়মনসিংহে কমেছে পরীক্ষার্থীর হার Logo দিনাজপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ক্যাম্প অনুষ্ঠিত Logo শ্যামনগরে ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক Logo রাজবাড়ীতে সাবেক পৌরসভা মেয়রের জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরন Logo ৮ মাস ধরে অবরুদ্ধ একটি স্কুল ও সরকারি ডাকঘর  Logo পাইকগাছায় ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কোটা আন্দোলনে ১৫০ জন নিহত : স্বরাষ্ট্রমন্ত্রী

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ৩০২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে সৃষ্ট সহিংসতায় ১৫০ জন নিহত হয়েছে। সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী পরিষদ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, এর আগে গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী ১৪৭ জন নিহতের তথ্য দিয়েছিলেন। যা কিনা আজ বেড়ে ১৫০ জন নিহত হয়েছে বলে মন্ত্রিসভায় জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয় বৈঠকে।

অপর দিকে সোমবারও ঢাকার বিভিন্ন স্থানে ৯ দফা নিয়ে রাস্তায় নামে শিক্ষার্থীরা। পুলিশি তৎপরতার কারণে রাস্তায় মিছিল-মিটিং করতে পারেনি।

সারাদেশে কোটা আন্দোলনকারীদের গুম, খুন ও মিথ্যা মামলায় জড়ানো হয়েছে দাবি করে চট্টগ্রামে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পুলিশ আন্দোলনকারীদের সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল ছুড়ে ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ ১৬ জনকে আটকের কথা জানায়। সোমবার বিকেল নাগাদ নগরির জামালখান এলাকার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তারা। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় তা ভেস্তে যায়।

চট্টগ্রামে আন্দোলনকারী ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ : ছবি সংগ্রহ

এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ নেই। আজও শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ নেই।

ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় সীমা বাড়ানো হয়েছে। ঢাকায় সকাল ছয় থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউল শিথিল করা হয়। গত দু’দিন ইন্টারনেট সংযোগ দেওয়া হলেও তা খুবই ধীরগতির। ঠিকমত কাজ করা সম্ভব হচ্ছে না। ৯দিন বন্ধ থাকার পর রোববার বিকাল থেকে মোবাইলে ইন্টারনেট দেওয়া হলেও খুবই ধীরগতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটা আন্দোলনে ১৫০ জন নিহত : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

 

সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে সৃষ্ট সহিংসতায় ১৫০ জন নিহত হয়েছে। সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী পরিষদ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, এর আগে গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী ১৪৭ জন নিহতের তথ্য দিয়েছিলেন। যা কিনা আজ বেড়ে ১৫০ জন নিহত হয়েছে বলে মন্ত্রিসভায় জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয় বৈঠকে।

অপর দিকে সোমবারও ঢাকার বিভিন্ন স্থানে ৯ দফা নিয়ে রাস্তায় নামে শিক্ষার্থীরা। পুলিশি তৎপরতার কারণে রাস্তায় মিছিল-মিটিং করতে পারেনি।

সারাদেশে কোটা আন্দোলনকারীদের গুম, খুন ও মিথ্যা মামলায় জড়ানো হয়েছে দাবি করে চট্টগ্রামে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পুলিশ আন্দোলনকারীদের সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল ছুড়ে ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ ১৬ জনকে আটকের কথা জানায়। সোমবার বিকেল নাগাদ নগরির জামালখান এলাকার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তারা। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় তা ভেস্তে যায়।

চট্টগ্রামে আন্দোলনকারী ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ : ছবি সংগ্রহ

এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ নেই। আজও শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ নেই।

ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় সীমা বাড়ানো হয়েছে। ঢাকায় সকাল ছয় থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউল শিথিল করা হয়। গত দু’দিন ইন্টারনেট সংযোগ দেওয়া হলেও তা খুবই ধীরগতির। ঠিকমত কাজ করা সম্ভব হচ্ছে না। ৯দিন বন্ধ থাকার পর রোববার বিকাল থেকে মোবাইলে ইন্টারনেট দেওয়া হলেও খুবই ধীরগতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ রয়েছে।