ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৪৬২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে অংশ নিয়েছেন বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসুল্লি। রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৭ মিনিট থেকে ১১টা ৪৩ পর্যন্ত ২৬ মিনিট ধরে চলে আখেরি মোনাজাত। মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ ও মানুষের কল্যাণ কামনা করা হয়। এ সময় ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে টঙ্গী এলাকা।

এদিকে, আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা সংলগ্ন মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণসহ ব্যবস্থা করা হয়েছে বিশেষ ট্রেনের।

এর আগে, ভোর থেকে মোনাজাতে অংশ নিতে গাজীপুর ও আশপাশের এলাকার মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে থাকেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় অনেকে পায়ে হেঁটে আসেন৷

উল্লেখ্য, প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামায়াতের শীর্ষ সম্মেলন বিশ্ব ইজতেমা আয়োজন করা হয়ে থাকে। যেখানে দেশ-বিদেশের লাখো মুসুল্লি যোগ দেন। ২০১৮ সালের বিরোধের পর বাংলাদেশের মাওলানা জুবায়ের ও দিল্লির মৌলভি সাদ কান্ধলভির দুই পক্ষ আলাদাভাবে ইজতেমা আয়োজন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব

আপডেট সময় :

বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে অংশ নিয়েছেন বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসুল্লি। রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৭ মিনিট থেকে ১১টা ৪৩ পর্যন্ত ২৬ মিনিট ধরে চলে আখেরি মোনাজাত। মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ ও মানুষের কল্যাণ কামনা করা হয়। এ সময় ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে টঙ্গী এলাকা।

এদিকে, আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা সংলগ্ন মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণসহ ব্যবস্থা করা হয়েছে বিশেষ ট্রেনের।

এর আগে, ভোর থেকে মোনাজাতে অংশ নিতে গাজীপুর ও আশপাশের এলাকার মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে থাকেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় অনেকে পায়ে হেঁটে আসেন৷

উল্লেখ্য, প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামায়াতের শীর্ষ সম্মেলন বিশ্ব ইজতেমা আয়োজন করা হয়ে থাকে। যেখানে দেশ-বিদেশের লাখো মুসুল্লি যোগ দেন। ২০১৮ সালের বিরোধের পর বাংলাদেশের মাওলানা জুবায়ের ও দিল্লির মৌলভি সাদ কান্ধলভির দুই পক্ষ আলাদাভাবে ইজতেমা আয়োজন করে আসছে।