সংবাদ শিরোনাম ::
ইবি টিএসসিসির নতুন পরিচালক অধ্যাপক জাকির হোসেন
ইবি প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসিসির নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন।
শনিবার (১৯ অক্টোবর) রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি আগামী এক বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন।
নব নিযুক্ত পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, আমাকে নিয়োগ প্রদানের জন্য প্রশাসনকে ধন্যবাদ। আমি টিএসসিসির সার্বিক উন্নয়নের জন্য কাজ করবো। অডিটোরিয়ামকে প্রোগ্রামের জন্য উপযোগী করে গড়ে তোলা চেষ্টা করবো। এছাড়াও অনেকদিন থেকে ক্যাফেটেরিয়া বন্ধ রয়েছে। ক্যাফেটেরিয়াকে পুনরায় কিভাবে চালু করা সে বিষয়ে চেস্টা করবো।